Bangla NewsKolkata TMC MP Abhishek Banerjee doing press meet in kolkata regarding SIR
Abhishek Banerjee: আমি ৩১ তারিখ নিজে দিল্লি যাব: অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC MP Abhishek: 'আমরা আশঙ্কা করছিলাম গত ২ মাসে বিএলও-রা অপরিকল্পিত এসআইআর এর জন্য প্রাণ গিয়েছে। এই বিএলওদের কমিশন নিয়োগ করেছেন। সাধারণ মানুষ SIR ও NRC-র আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। বিএলওদের ৫ জনের মৃত্যু হয়েছেন। ২৯ জন আত্মহত্যার চেষ্টা করছেন। এরা সকলেই বলছেন এসআইআর চাপ নিতে না পেরেই আত্মঘাতী হয়েছে।'
SIR নিয়ে প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ আবার খসড়া তালিকার পর শুরু হয়েছে শুনানি। এই অবস্থায় ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক। কী কী বললেন তিনি? এক নজরে
সর্বশেষ তথ্য উপরে
অভিষেক বন্দ্যোপাধ্যায়- আগামী ২ তারিখ থেকে রাস্তায় থাকব। মমতা সরকারের পনেরো বছরের কাজ তুলে ধরব। রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে দেব। ২ জানুয়ারি থেকে আমার জনসভা রোড শো, আলাপচারিতা করব।যতই করো হামলা,আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমি একমাস রাস্তায় থাকবো। বিজেপি ক্ষমতায় না থেকে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারছে। গীতা এক লাইন পড়েনি। শ্রীকষ্ণ স্বয়ং অর্জুনকে বলছেন, আমি সবার মধ্যে বিরাজমান। সেই গীতাপাঠের অনুষ্ঠানে মারা এক গরিব মানুষকে হচ্ছে। আপনারা তো শ্রীকৃষ্ণের বাণী মানছে না। গীতা স্বয়ং
অভিষেক বন্দ্যোপাধ্যায়- বালুরঘাটের গঙ্গারাম পুর এর দুই ব্যক্তি কে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়েছিল । আমরা ছাড়িয়ে এনেছি । ওখানকার সাংসদ সুকান্ত মজুমদার। দিল্লির কৃতদাসত্ব করছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়- আপনি বাংলাকে গুজরাট , উত্তর প্রদেশ বানাতে চাইছে। মা সারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন, প্রজাতন্ত্র দিবসে সুভাষচন্দ্রের ট্যাবলো বাতিল, এগুলো বাংলার মানুষ ভোলেনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়- আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন আর মানুষ এফআইআর করে জবাব দেব। আর এই লিস্ট যদি রিলিজ না করে, ৩১ তারিখ যাব দিল্লি। আর যদি লিস্ট যদি না বের করে তাহল ঘেরাও হবে কমিশনের অফিস।
অভিষেক বন্দ্যোপাধ্যায়- নির্বাচন কমিশন আপনি লোকাছেন কেন?বিজেপি লক্ষ্য মাত্রা বেঁধে দিয়েছিল তাই?আপনি বিজেপির কমিশনার না। নির্বাচন কমিশন এর হয় লিস্ট প্রকাশ করুন নাহলে ক্ষমা চান। ১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? ইয়ার্কি? বিএলওদের কাজ করতে এত দিন লাগছে। DGPI কমিশন অব ইন্ডিয়া সীমা খান্না কি করছেন নির্বাচন কমিশনে। ওঁর চ্যাট রেকর্ড আমাদের কাছে আছে। উনি কার অঙ্গুলি হেলনে কাজ করছেন? উনি মেনে নিচ্ছেন ভুল হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টে যাব তো। কোন সফটওয়ার ব্যবহার করে ১ কোটি ৩৬ লক্ষ বাঙালিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢোকালেন? ডানকুনিতে আমাদের এক কাউন্সিলর সূর্যকে মৃত দেখিয়ে দিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়- আমি ৩১ তারিখ নিজে দিল্লি যাব। নির্বাচন কমিশনে দেখা করব। কাদের নাম বাদ গেল জবাব চাইব। লিস্ট চাইব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-লজিক্যাল ডিসকৃপ্যান্সি নিয়ে খসড়া তালিকা বের করে একই দিনে নির্বাচন কমিশন বলে দিল এক কোটি লজিক্যাল ডিসক্রিপ্যান্সি রয়েছে। কোন জাদু বলে কমিশন ৭ কোটি ডেটা যাচাই করে বলে দিল ১ কোটি ৩৬ লক্ষ ডিসক্রিপ্যান্সি রয়েছে? সব রাজ্যে সময় বাড়ানো হল, অথচ বাংলায় কোন জাদুকাঠির বলে কমিশন ৭ কোটি ডেটা যাচাই করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে একই দিনে বলে দিল বাংলার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ডিসক্রিপ্যান্সি রয়েছে। এদের নাম প্রকাশ করুন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-ম্যাপিং নিয়েও আপনারা আতঙ্ক তৈরি করেছিলেন। পরে দেখা গেল ৮৯ পার্সেন্ট ম্যাপিং হয়েছে । আপনারা ভুল তথ্যের জন্য কেন বাংলার মানুষের কাছে কেন ক্ষমা চাইবে না?
অভিষেক বন্দ্যোপাধ্যায়-বাংলায় দুর্নীতির জন্য টাকা বন্ধ। উত্তরপ্রদেশেও একই দুর্নীতি হয়েছে। ওইখানে বন্ধ হল না কেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়- কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর করেছে । বিজেপি দাবি করেছে এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে। প্রথম প্রশ্ন, এই লক্ষে এসআইআর হয় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাহলে ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা সেই তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, অরুণাচল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরায় এসআইআর হল না কেন? কারণ নির্বাচন কমিশন আপনার মূল লক্ষ্য বাংলাবাসীকে হেনস্থা করা। তৃতীয় প্রশ্ন, যাঁরা বলছে অনুপ্রবেশকারীদের আতুড়ঘর বাংলায় তাদের চিঠি দিল না কেন কমিশন? চতুর্থ প্রশ্ন-সব থেকে কম ডিলিশন বাংলায় অথচ মাইক্রো অবজারভার এখানে। সব থেকে বেশি বাদ গেছে উত্তরপ্রদেশে। তাহলে ওখানে তো নয় কেন? নতুন নতুন রোজ নিয়ম চালু করছে বাংলার উত্তরপ্রদেশে জনসংখ্যা ১৫ কোটি। বাদ ৪ কোটি। সেখানে মাইক্রো অবজারভার নয় কেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়-খসড়ায় ৫৮ লক্ষ ২০ হাজার বাদ গেছে । যে সব রাজ্যে এসআইআর হচ্ছে,বাংলার তুলনায় তামিলনাড়ু জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার শতাংশ ১২.৫৭ পার্সেন্ট। গুজরাটে জনসংখ্যার তুলনায় বাদের সংখ্যা ৯.৯৫ পার্সেন্ট। ছত্তিশগড় জনসংখ্যার তুলনায় ৮.৭৬ পার্সেন্ট। কেরালা ৬.৬৫ পার্সেন্ট। পশ্চিমবঙ্গে জনসংখ্যা ১০ কোটি ৫ লক্ষ। শতাংশের তুলনায় ৫.৭৯ পার্সেন্ট ভোটার বাদ গেছে। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-বাংলাকে টার্গেট করা হয়েছে। এর মানুষের মৌলিক অধিকার কাড়তে চাইছে। সরকার ভোটার বেছে নিচ্ছে। তৃণমূল একমাত্র দল মানুষকে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-কমিশনের কাছে আমাদের পাঁচটা প্রশ্ন ছিল। আজ এক মাস অতিক্রান্ত। এখনও একটাও প্রশ্নের সদুত্তর পাইনি। যে দিন বৈঠক হয়েছিল, কমিশনের বন্ধুরা মিডিয়াকে খবর খাইয়েছিল, আর বলেছিল প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি। আমি শোনার পর এক্স হ্যান্ডেলে টুইট করি। বলি যে সেটা প্রকাশ্যে আনুন। আজ প্রায় একমাস হয়েছে জ্ঞানেশবাবু ভ্যানিশবাবুর থেকে উত্তর পাইনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-আমরা আশঙ্কা করছিলাম গত ২ মাসে বিএলও-রা অপরিকল্পিত এসআইআর এর জন্য প্রাণ গিয়েছে। এই বিএলওদের কমিশন নিয়োগ করেছেন। সাধারণ মানুষ SIR ও NRC-র আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। বিএলওদের ৫ জনের মৃত্যু হয়েছেন। ২৯ জন আত্মহত্যার চেষ্টা করছেন। এরা সকলেই বলছেন এসআইআর চাপ নিতে না পেরেই আত্মঘাতী হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-আমরা আশঙ্কা করছিলাম গত ২ মাসে বিএলও-রা অপরিকল্পিত এসআইআর এর জন্য প্রাণ গিয়েছে। এই বিএলওদের কমিশন নিয়োগ করেছেন। সাধারণ মানুষ SIR ও NRC-র আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। বিএলওদের ৫ জনের মৃত্যু হয়েছেন। ২৯ জন আত্মহত্যার চেষ্টা করছেন। এরা সকলেই বলছেন এসআইআর চাপ নিতে না পেরেই আত্মঘাতী হয়েছে।