AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MP Abhishek Banerjee: একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করব: অভিষেক

Abhishek Banerjee news: অভিষেক বন্দ্যোপাধ্যায়: অক্টোবর মাস থেকে প্রশাসনকে ফ্রিজ করে দিচ্ছেন। সরকার কাজ করবে কখন? আমি বলব জ্ঞানেশকুমার কবে বাংলায় এসেছেন? অতিথি হয়ে আসুন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে এক করবেন না। ইতিহাস পড়ুন এখানকার। বাংলা না থাকলে যে ভাষায় কথা বলছেন বলতে পারতেন না।

TMC MP Abhishek Banerjee: একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করব: অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 28, 2025 | 5:26 PM
Share

কলকাতা: আরও একবার SIR নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন তিনি, কেন শুধু বাংলাতেই SIR হচ্ছে? অসমে কেন হচ্ছে না? বাংলাদেশের বর্ডার অসমে থাকার পরও কেন ওই রাজ্যে এসআইআর হচ্ছে না শুধুমাত্র বিজেপি ক্ষমতায় আছে বলে? কড়া প্রশ্ন তুলেছেন অভিষেক।

এদিন অভিষেকের বক্তব্য একনজরে

  1. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমি সাংসদ হিসাবে এদের ওয়ার্নিং দেব, আজ নয় কাল সরকার বদলাবে। জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। অমিত শাহ থাকবে না। তখন যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।।
  2. অভিষেক বন্দ্যোপাধ্যায়: অক্টোবর মাস থেকে প্রশাসনকে ফ্রিজ করে দিচ্ছেন। সরকার কাজ করবে কখন? আমি বলব জ্ঞানেশকুমার কবে বাংলায় এসেছেন? অতিথি হয়ে আসুন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে এক করবেন না। ইতিহাস পড়ুন এখানকার। বাংলা না থাকলে যে ভাষায় কথা বলছেন বলতে পারতেন না।
  3. অভিষেক বন্দ্যোপাধ্যায়:এসআইআর করবে…বিজেপির যারা এমপি তাদের বাবার নাম আছে ২০০২ এর ভোটার লিস্টে? যাঁরা কেন্দ্রের মন্ত্রী তাঁদের বাবার নাম আছে ২০০২ এর ভোটার লিস্টে? তথ্য সব পরে দেব। জোগাড় করেছি। আজ যে প্রদীপ কর মারা গেলেন, তার বদলা রাজনৈতিকভাবে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও জ্ঞানেশ কুমার। তাদের নামে FIR হওয়া উচিত। উনি যখন নিজের আত্মহত্যার চিঠিতে লিখেছেন, মৃত্যুর জন্য দায়ী SIR ও NRC। আর এই এনআরসি করছেন অমিত শাহ, আর এসআইআর করার চক্রান্ত করেছেন জ্ঞানেশ কুমার। ছমাস আগে সহকর্মী ছিলেন অমিত শাহের। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল পালায় না। বাংলায় এখনও দুটো উপনির্বাচন হয়নি। কেন করাচ্ছেন না? বিহারের সঙ্গে করাতেই পারতেন। আসলে করতে পারবেন না। কারণ, জানেন তৃণমূল জিতবে। আপনাদের ভয় মানুষ ভোট দেবে না। ৩০৩ থেকে ২৪০ এ নেমেছেন। আগে তো জল-কল-রাস্তা বন্ধ করতেন এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায়: উত্তরের বিধানসভায় এযখানে জিতেছে, বন্যার সময় খোঁজ নিয়েছেন? নির্বাচনের সময় ডেলিপ্যাসেঞ্জারি করেন। যখন বন্যা দুর্গতদের প্রয়োজন, তখন কোথায়? শ্রমিক-কৃষক-এরা সবাই তৃণমূল ভোটব্যাঙ্ক।
  5. অভিষেক বন্দ্যোপাধ্যায়: নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারিতে। নভেম্বরে SIR? আর এসআইআর করে সাতমাস নিয়ে নিচ্ছে। সরকারটা কাজ করবে কখন?যখন ইচ্ছা ডিভিসির জল ছাড়ছে। আপনার লড়াই তৃণমূলের সঙ্গে। বাংলাকে কেন অপমান করছে। কালকের জয় তৃণমূলের,কালকের জয় ২ কোটি মানুষের জয়।
  6. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আপনারা হিন্দুদের রক্ষা কর্তা বলে দাবি করেন। অভিষেক কর। কেউ বিজেপির একজনও গেছে? তৃণমূল গেছে। রিজেন্ট কলোনি ও নেতাজি নগরেও দুজন মারা গেছে। কালকে SIR ঘোষণা হয়েছে। আমি ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি। ভদ্রলোক এত ভয় পেয়েছেন। উনি কোনওদিন দরজা আটকে শোয় না। আজ ওর বৌদি বলছেন আত্মহত্যার চিঠি। প্রদীপ বাবাু লিখেছেন, আমার মৃত্যুর জন্য SIR ও NRC। এত ঔদ্ধত্য, এত অপমান। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? খেলা আপনারা শুরু করলেন আমরা শেষ করব।
  7. অভিষেক বন্দ্যোপাধ্যায়:SIR করার এত ইচ্ছা হলে একুশের নির্বাচনের পর করলেন না কেন? বিজেপি বলছে, এসআইআর হলে তৃণমূল হেরে যাবে। বিজেপির বুকে পাটা থাকলে চ্যালেঞ্জ একসেপ্ট করুক। SIR হওয়ার পরও তৃণমূলের যা ভোটের আসন ছিল একুশে তা একটা হলেও বাড়াব। কমার জায়গায় নেই। বিজেপিকে পঞ্চাশে নামাব। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন। আর এসআইআর হওয়ার পর যদি হারে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বলুন, আমরা দুলক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন তাই করব। অ্যাকশেপ্ট করুন পারবেন? ক্ষমতা আছে?
  8. অভিষেক বন্দ্যোপাধ্যায়: কালকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দুই গালে থাপ্পর মেরেছে। আমি বারবার বলেছি মানুষের ক্ষমতার আগে কারও ক্ষমতা টেকে না। দিল্লিতে গিয়েছিলাম। তখন টেনে হিঁচড়ে বের করে দিয়েছিল। মহিলাদের ছাড়েনি। একাধিক কেন্দ্রের টাকা বন্ধ। আসলে বাঙলা ও বাঙলিকে ভাতে মারার চেষ্টা।
  9. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আসলে ওদের উদ্দেশ্য বাংলাকে অপমান, বাংলা ভাষাকে বিদ্রুপ, বাঙালিকে বাংলাদেশি বেল দাগানো। আগেও বলেছি, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলার এক লক্ষ লোক গিয়ে কমিশনের অফিস ঘেরাও করবে। অমিত শাহের দিল্লিপুলিশ আটকে দেখাক
  10. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আপনি বলছেন বাংলায় বাংলাদেশি-রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য। এসআইআর হচ্ছে খালি বাংলায়। বাকি রাজ্য বাদ। বাংলার সঙ্গে সঙ্গে মেঘালয়-অসম-ত্রিপুরায় এসআইআর হচ্ছে না। আর মায়ানমার বাংলার সঙ্গে বর্ডার শেয়ার করে না। অথচ বলে রোহিঙ্গা ঢুকছে। মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যানঅড, অরুণাচল প্রদেশ। আর রোহিঙ্গারা এই রাজ্যগুলি থেকে করবে। অথচ এখানে SIR হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের লক্ষ্য কী? ওদের যদি বাংলাদেশি বা রোহিঙ্গাদের ফেরত পাঠানোই উদ্দেশ্য হয় তাহলে ওই রাজ্যগুলোতেই এসআইআর হওয়া উচিত। তাহলে ওরা বাদ কেন? উত্তর দিতে হবে।
  11. অভিষেক বন্দ্যোপাধ্যায়: নির্বাচন কমিশনের কোন রুলে লেখা আছে ভোটার লিস্ট রিভিশনের সময় এক রাজ্যে হবে অন্য রাজ্যে হবে না। এটা কে বাছল? কার অঙ্গুলীহেলনে নির্বাচন কমিশন কাজ করছে? কেন অসমে এসআইআর হবে না? মিডিয়ার কর্মীরা প্রশ্ন করেছে মেরুদণ্ড সোজা রেখে। একটা প্রশ্নের সদুত্তর নেই।
  12. অভিষেক বন্দ্যোপাধ্যায়:  যে পাঁচটা রাজ্যে ভোট আছে, খুব কৌশলের সঙ্গে অসমকে বাদ দিয়েছে। কারণ বিজেপি ক্ষমতায় আছে। তাহলে বিজেপি ক্ষমতায় থাকলে SIR হবে না। তারা বলছে সিটিজেনশিপ অ্যাক্ট আছে তাই অসমে হবে না। তাহলে এক দেশের গল্প দেন কেন?
  13. অভিষেক বন্দ্যোপাধ্যায়: আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারি সংস্থা দেশের নির্বাচন কমিশন SIR ঘোষণা করেছে বাংলায়। আর ছটপুজোর দিন SIR শুরু হয়ে যাচ্চে। জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত সকলকে জানিয়েছেন। আমাদের দলের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট করেছি। SIR এর উদ্দেশ্য মানুষকে ভোট থেকে বঞ্চিত করা। আজ দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার ুপছন্দের ভোটার বাছছে। কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। তাদের লক্ষ কোনও দিনSIR করে ভোটার লিস্ট ত্রিটি মুক্ত করা নয়। এই ভোটার লিস্টেই লোকসভা নির্বাচন হয়েছে। দেশের সাংসদরা নির্বাচিত হয়। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে কেন্দ্র সরকারের দায়-দায়িত্ব, কর্তব্য অন্যকে জ্ঞান না নিয়ে…এই ভোটারলিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, এতে আমিও যেমন সাংসদ হয়েছি, তেমন বাকি মন্ত্রীরাও তো এতেই নির্বাচিত হেয়ছেন। তাহলে তারা ইস্তফা দিন। তারপর ISR করুন।