Abhishek on Partha Chatterjee: ‘১৪ মাস জেলে আছেন…’, অভিষেকের মুখে হঠাৎ পার্থর নাম

Sep 14, 2023 | 8:40 AM

Abhishek on Partha Chatterjee: বুধবার ইডি-র ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিষেক। দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 'প্রতিহিংসার রাজনীতি'-র তত্ত্ব তুলে আবারও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই দাবির স্বপক্ষে যুক্তি দেন সাংসদ।

Abhishek on Partha Chatterjee: ১৪ মাস জেলে আছেন..., অভিষেকের মুখে হঠাৎ পার্থর নাম
পার্থকে নিয়ে অভিষেক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এক সময়ে রাজ্যের মন্ত্রী। তৃণমূলের প্রথম সারির নেতা। তবে তা এখন অতীত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর থেকে এক প্রকার তৃণমূলের কাছে ব্রাত্য হয়ে গিয়েছিলেন। তিনি পার্থ চট্টোপাধ্যায়। এক বছরের বেশি সময় পর আবার তাঁর নাম শোনা গেল তৃণমূল সাংসদ তথা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এক সময় যে অভিষেক দল থেকে তাঁকে সাসপেন্ড করেছিলেন, তিনিই আবার পার্থ কেন ন্যায়বিচার পেলেন না তা নিয়ে প্রশ্ন তুললেন।

বুধবার ইডি-র ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিষেক। দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ‘প্রতিহিংসার রাজনীতি’-র তত্ত্ব তুলে আবারও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই দাবির স্বপক্ষে যুক্তি দেন সাংসদ। এ কথা-ও কথায় বলতে গিয়ে বলেন, “কে বিচার পেয়েছে? ১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?”

তবে শুধু পার্থ নয়, সারদা কেলেঙ্কারিতে জড়িতে সুদীপ্ত সেনের প্রসঙ্গ তুলে এনে বলেন, “সুদীপ্ত সেন নিজে বলেছেন শুভেন্দু অধিকারী আমার থেকে টাকা নিয়েছেন। তারপর তাঁকে গ্রেফতার করার দূরের কথা একবারও তাঁকে ডাকা হয়নি।” বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, “কারোর বিরুদ্ধে কিছু না থাকলেও আপনারা বলছেন তাঁকে ডেকে পাঠাও। কিন্তু একটা লোককে ক্যামেরার সামনে দেখা গিয়েছে টাকা নিতে তাঁকে কোনও বিচারপতি বলেননি ডেকে পাঠাও।”

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে এক সময় তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। তার উপর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে পর পর কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনায় বাড়ে বিতর্ক। কিন্তু, গোটা এক বছর কাটলেও পার্থ বা অর্পিতা কেউই জামিন পাননি। বহুবার জামিনের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী। প্রভাবশালী তত্ত্বে একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে। গ্রেফতারির পর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম খুব একটা মুখে আনতে দেখা যায়নি তৃণমূলের তাবড় নেতাদের ৷ নেতৃত্বের উপর মহল থেকে বারবার বলা হয়েছে অপরাধ করলে দল বরদাস্থ করবে না। এই পরিস্থিতি প্রাক্তন মহাসচিবের নাম একবার হলেও অভিষেকের মুখে আসায় ফের নতুন করে জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে।

Next Article