কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চরম হিংসার সাক্ষী হয়েছে বাংলা। মৃত্যু হয়েছে বহু রাজনৈতিক কর্মীর। শাসকদলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাস ও দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে রবিবার কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বর্ধমানে দলীয় পত্রিকার ৫৬ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কান ধরে ওঠবোস করানোর নিদান দিলেন তিনি (Md. Selim)। যদিও তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। মহম্মদ সেলিমকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলেও জানিয়েছেন তিনি (Santanu Sen)।
ঠিক কী বলেছেন সেলিম?
পঞ্চায়েত নির্বাচনে দেদার ছাপ্পা ভোট দেওয়া প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “পঞ্চায়েতে এক মহিলা প্রার্থী ছাপ্পা ভোট রুখতে গিয়েছিলেন। তাঁকে বিডিও অফিসার কান ধরে ওঠবস করিয়েছেন। সেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কান ধরে ওঠবস করাতে হবে।”
মুখ্যমন্ত্রী সম্পর্কে সিপিএম নেতার এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। মহম্মদ সেলিমকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “মানুষের রায়ে প্রতিটি নির্বাচনে প্রত্যাখ্যাত হতে হতে বাংলার রাজনীতিতে শূন্য হয়ে গিয়ে সমস্ত শিষ্টাচার, শালীনতা ভুলে গিয়েছেন মহম্মদ সেলিম। তাঁর মুখোশ খুলে গিয়েছে।” মুখ্যমন্ত্রী সম্পর্কে মহম্মদ সেলিম যে মন্তব্য করেছেন সেটাই তাঁর রুচি কটাক্ষ করে একটি পুরানো ঘটনাও তুলে ধরেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “২০০৪ সালে লোকসভা ভোটে ৩৪ নম্বর ওয়ার্ডে একটি স্কুলের সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। সেই সময়ের প্রার্থী অজিত পাঁজার নির্বাচনী এজেন্ট ডা. শশী পাঁজাকে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন তিনি। ওটাই তাঁর রুচি, ওটাই সংস্কৃতি। তাই আজ দুঃসাহসিকতার পরিচয় দিয়ে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার ৩ বারের মুখ্যমন্ত্রী, ৭ বারের সাংসদ, বহুবারের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন।” সেলিমকে অবিলম্বে গ্রেফতার করারও দাবি জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, “প্রশাসনের উচিত, মহম্মদ সেলিমের বিরুদ্ধে অবিলম্বে সুয়োমুটো মামলা করা এবং তাঁকে গ্রেফতার করা।”
এদিন কেবল মুখ্যমন্ত্রী সম্পর্কে কটাক্ষ নয়, শাসকদলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, “কে কার বাড়ি ঘেরাও করবে? মুকুলের বেটা মুকুলের বাড়ি ঘেরাও করবে? শুভেন্দুর বাবা তৃণমূল, শুভেন্দু বিজেপি। বাবা ছেলের বাড়ি ঘেরাও করবে?”