Abhishek Banerjee: ‘কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে’, শান্তি বজায় রাখার বার্তা অভিষেকের

Abhishek Banerjee: অভিষেক বলেন, "অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি, সংস্কৃতি বজায় রেখে, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।"

Abhishek Banerjee: কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে, শান্তি বজায় রাখার বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 13, 2025 | 12:06 AM

সোদপুর: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জায়গা। মুর্শিদাবাদে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করেই তিনি বলেন, অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।

শনিবার সোদপুরে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে এসেছিলেন অভিষেক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, পার্থ ভৌমিক। ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র-সহ তৃণমূলের আরও কয়েকজন জনপ্রতিনিধি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণ জানিয়ে অভিষেক বলেন, “রাজ্য সরকারের অনুষ্ঠানেও আমি যাই না। সাধারণত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে আমাকে দেখতে পাবেন। সেবাশ্রয় কর্মসূচিতে এই হাসপাতালের কর্ণধার ও তাঁর প্রতিষ্ঠান সাহায্য ও সহযোগিতার হাত বাড়িতে দিয়েছিলেন।” সেজন্যই হাসপাতালের উদ্বোধনে এসেছেন বলে জানান।

হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোনও নির্দিষ্ট ঘটনার উল্লেখ না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি, সংস্কৃতি বজায় রেখে, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সচেতন থাকতে হবে। কেউ কেউ চায়, বাংলায় যাতে আগুন জ্বলে। কেউ কেউ চায়, বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে পেটে মারতে, ভাতে মারতে।” এরপরই তাঁর আশ্বাস, ” আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র দেখাতে পারবে না।”

রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।” তিনি আরও লিখছেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।”