Sobhandeb Chattopadhyay: ‘তৃণমূলে প্রথম মুখ, একমাত্র মুখ মমতাই’, অকপট শোভনদেব

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Dec 29, 2023 | 9:59 PM

TMC: বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তৃণমূলের প্রথম মুখ ও একমাত্র মুখ।" তবে একইসঙ্গে তিনি এও বললেন, নতুন প্রজন্মকে তুলে আনার টার্গেট রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতার কথাও উঠে আসে বর্ষীয়ান নেতার গলায়।

Sobhandeb Chattopadhyay: তৃণমূলে প্রথম মুখ, একমাত্র মুখ মমতাই, অকপট শোভনদেব
মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্য়ায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। বিরোধী নেত্রী মমতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত খুব কাছে থেকে দেখেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রথম বিধায়ক তিনি। মমতার বহু আন্দোলনকে সামনে থেকে দেখেছেন। বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তৃণমূলের প্রথম মুখ ও একমাত্র মুখ।” তবে একইসঙ্গে তিনি এও বললেন, নতুন প্রজন্মকে তুলে আনার টার্গেট রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতার কথাও উঠে আসে বর্ষীয়ান নেতার গলায়। বললেন, “অভিষেকও তাঁর যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাঁর যে সাংগঠনিক ক্ষমতা ও বক্তব্য রাখার ক্ষমতার প্রতিদিন প্রমাণ দিচ্ছেন।”

শোভনদেব চট্টোপাধ্য়ায়ের সোজাসাপ্টা বক্তব্য, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূল সম্ভব নয়। তাঁর কথায়, “আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যুগ যুগ বেঁচে থাকুন। ওঁর কর্মক্ষমতা, দক্ষতা, দূরদর্শিতার ধারেকাছেও আমরা অনেকে নেই। সেক্ষেত্রে মমতা দীর্ঘদিন বাঁচুক ও দলকে নেতৃত্ব দিক। কিন্তু আমরা সকলেই একদিন চলে যাব পৃথিবীর নিয়মে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেকদিন আগে থেকে তৈরি হচ্ছেন এবং অনেকগুলি নতুন মুখ তুলে আনার চেষ্টা করছেন। নতুন নেতৃত্ব তিনি তৈরি করছেন।”

সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর পুরনো চাল ও নতুন চাল, দুই চালই দরকার। দলে যে নবীন ও প্রবীণ উভয়েরই মিশেল প্রয়োজন, সে কথা মানছেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শোভনদেব চট্টোপাধ্যায়ও। তাঁর কথায়, ‘বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তি, এই দুইয়ের সংমিশ্রণেই কাজ ভাল হয়। অভিজ্ঞতার যেমন দাম আছে, তারুণ্যেরও দাম আছে।’