কলকাতা: বছর ঘুরলেই অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনরা আমন্ত্রিত থাকবেন সেখানে। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও। সেক্ষেত্রে বিরোধীদের ভূমিকা কী থাকবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সিপিএম যেমন থাকছে না অযোধ্যার মন্দির উদ্বোধনে। দ্বিধার মধ্যে রয়েছে কংগ্রেসও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী থাকবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন ইস্যুতে তৃণমূলের কী ভাবনা? সেই নিয়ে প্রশ্ন করতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সোজাসাপ্টা জবাব, ‘খামোকা যাবেন কেন? এসব কথা আসছে কোথা থেকে? এই নিয়ে তো আলোচনার কোনও অবকাশ নেই। যখন যা স্পষ্টভাবে বলার, না দলনেত্রী স্পষ্টভাবে বলে দেবেন।’
তৃণমূল রাজ্য সম্পাদকের সাফ কথা, ‘ভগবান রামকে সবাই শ্রদ্ধা করেন। কিন্তু রামকে ভোটের এজেন্ট হিসেবে ব্যবহার করে বিজেপি ধর্মীয় আবহ তৈরি করতে চায়। ভগবান রামকে নিয়ে মার্কেটিং-এ আমাদের আপত্তি আছে।’ তিনি আরও বলেন, ‘রামকে ভোটের এজেন্ট হিসেবে ব্যবহার করে, ভোটের মুখে যাঁরা রাজনৈতিক ইভেন্টে পরিণত করতে চায়… আমরা এই দেখনাইতে বিশ্বাস করি না। রাম মন্দিরের উদ্বোধনে থাকা মানেই হিন্দু, আর যাঁরা সারা বছর পুজো-অর্চনা করেও বিজেপির রাজনৈতিক ইভেন্টে না থাকলে হিন্দু নয়… এই ন্যারেটিভ ঠিক নয়।’
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তার জন্য ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেখানে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে আম জনতার মধ্যেও উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। তবে এসবের মধ্যেও লোকসভা ভোটের মুখে এই মন্দির উদ্বোধন ঘিরে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে।