Kunal on ED Raid: গভীর উদ্বেগের, মাথা হেঁট করে দেওয়ার মতো : তৃণমূল মুখপাত্র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 28, 2022 | 2:26 AM

Kunal Ghosh: কুণাল ঘোষ বলেন, "যে ছবি দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগের এবং মাথা হেঁট করে দেওয়ার মতো। এই ধরনের কাণ্ড যে বা যাঁরা ঘটিয়েছেন, তাঁদের ন্যূনতম সংস্রব যদি প্রমাণিত হয় বা যদি ইডি তথ্যপ্রমাণ সহ আদালতে পেশ করে, তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।"

Kunal on ED Raid: গভীর উদ্বেগের, মাথা হেঁট করে দেওয়ার মতো : তৃণমূল মুখপাত্র
কী বললেন কুণাল ঘোষ?

Follow Us

কলকাতা : আবার টাকার পাহাড়। আবার ৫০০ টাকা আর ২০০০ টাকার নোটের গাদা। এবার বেলঘরিয়া থেকে। বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিশাল অঙ্কের টাকার পাহাড় উদ্ধার হয়েছে। সেই একই কায়দায় ব্রাউন সেলোটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে উদ্ধার হয়েছে টাকার গাদা। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকা উদ্ধারের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “যে ছবি দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগের এবং মাথা হেঁট করে দেওয়ার মতো। এই ধরনের কাণ্ড যে বা যাঁরা ঘটিয়েছেন, তাঁদের ন্যূনতম সংস্রব যদি প্রমাণিত হয় বা যদি ইডি তথ্যপ্রমাণ সহ আদালতে পেশ করে, তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।”

কুণাল ঘোষ এদিন আবারও স্পষ্ট করে দিন, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত অর্পিতার দুই বাড়িতে অভিযান মিলিয়ে ৫০ কোটিরও বেশি অঙ্কের টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্র মারফত জানা গিয়েছে। কুণাল ঘোষ জানান, দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টির উপর গভীরভাবে নজর রাখছেন। তৃণমূল মুখপাত্রের বক্তব্য, অর্পিতা মুখোপাধ্যায়কে কেন্দ্র করে গোটা বিষয়টি। তিনি বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি। এটা আমাদের জন্য একদমই গর্বের নয়। বরং কলঙ্কের। কারা এর সঙ্গে যুক্ত, তা কোর্টে এজেন্সি বলবে। আমরা শুনব।”

বেলঘরিয়া থেকে টাকা উদ্ধারের বিষয়ে কুণাল ঘোষ বলেন, “গোটা পরিস্থিতিটাই অস্বাভাবিক। এত টাকা কোথা থেকে এল। কে রাখল, কতদিন ধরে রাখল… এর কোনও তথ্য প্রমাণ নিশ্চয়ই সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা খুঁজে পাবে। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে এই বিষয়টি সবদিক থেকেই আমার বিস্ময়কর লাগছে।” তৃণমূল মুখপাত্র বলেন, “স্ক্যাম হয়ত এর থেকে বেশি টাকার হয়েছে। কিন্তু মানুষ একসঙ্গে এত টাকা জমিয়ে রেখেছে, তা হয়ত এর আগে আলিবাবার গল্পে দেখা গিয়েছিল। এ জিনিস তো আগে দেখা যায়নি।”

Next Article