TMCP New District President List: বিতর্কে থেকেই সাব্বির পেলেন পদ, দেবাশিস গেলেন ছিটকে! ঘোষণা হল TMCP-র নতুন সভাপতিদের নাম

TMCP News: শুধুই সরস্বতী পুজো নয়। এই একটা অভিযোগের পরে প্রকাশ্যে আসে সাব্বিরের নানা কীর্তি। খোদ ওই কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় টিভি৯ বাংলাকে জানিয়েছিলেন, কীভাবে কলেজে ঢুকতে গিয়ে লাগাতর হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। সাব্বিরে ভয়েই কলেজে পা রাখতেন না তিনি।

TMCP New District President List: বিতর্কে থেকেই সাব্বির পেলেন পদ, দেবাশিস গেলেন ছিটকে! ঘোষণা হল TMCP-র নতুন সভাপতিদের নাম
বাঁদিকে সাব্বির, ডানদিকে দেবাশিসImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Oct 15, 2025 | 10:38 PM

কলকাতা: জেলাস্তরে বদলে গেল তৃণমূলের ছাত্র-মুখেরা। কেউ থাকলেন, কেউ বদলালেন, কেউ বা পেলেন বড় দায়িত্ব। কোথাও আবার এলেন বিতর্কিত মুখ। কোথাও আবার বিতর্কের জেরেই যেন পড়ল লাল কালির দাগ। বুধবার ঘোষণা করা হল জেলা টিএমসিপি-র সাংগঠনিক নতুন সভাপতিদের নাম। আর তাতেই বিশেষ জায়গা পেয়েছন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের বিতর্কিত যুবনেতা সাব্বির আলি। হাজার বিতর্ক পেরিয়ে দলের কাছে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, সাব্বির আলি দায়িত্ব পেয়েছেন দক্ষিণ কলকাতার। তাঁকে সেখানকার ছাত্র পরিষদের নতুন সভাপতি হিসাবে ঘোষণা করেছে দল।

কী বিতর্কে জড়িয়ে ছিলেন সাব্বির আলি?

চলতি বছরের কথা। সরস্বতী পুজো করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলি। তাও আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যোগেশচন্দ্র ল’ কলেজে। সরস্বতী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও খুন করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনায় চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের হয়েছিল।

শুধুই সরস্বতী পুজো নয়। এই একটা অভিযোগের পরে প্রকাশ্যে আসে সাব্বিরের নানা কীর্তি। খোদ ওই কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় টিভি৯ বাংলাকে জানিয়েছিলেন, কীভাবে কলেজে ঢুকতে গিয়ে লাগাতর হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। সাব্বিরে ভয়েই কলেজে পা রাখতেন না তিনি।

অবশেষে হাজার বিতর্ক পেরিয়ে দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি মুখ সাব্বির। এই সভাপতি হওয়ার আগে-পরে বিতর্ক জুড়ে থেকেছে তাঁর সঙ্গে। কিন্তু তা বিশেষ বাধা হয়নি বলেই মত একাংশের। অবশ্য, সাব্বিরের মতোই বিতর্ক ঘিরে ধরেছিল দেবাশিষ দাসকেও। এবার সেই জন্যই যেন আর পদ থাকল না তাঁর। বিতর্ক নিয়ে দায়িত্ব পেলেন সাব্বির, অন্যদিকে দেবাশিস গেলেন ছিটকে।

ভোটার তালিকাই কাল

মাস কয়েক আগের কথা। বাংলাদেশি নাগরিক নিউটন দাসের নাম পাওয়া যায় কাকদ্বীপের ভোটার তালিকায়। চড়ে বিতর্ক। সেই সময় এই নিউটন দাস ঘনিষ্ঠ বলেই নাম জড়িয়েছিল সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের। বিতর্কে নাম জড়ানোর কয়েক মাসের মধ্যেই গেল পদ। ওই সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের নতুন সভাপতি হলেন প্রীতম হালদার।