TMCP: বৃহস্পতিবার শহরে ব্যাহত হতে পারে যান চলাচল, পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিল CU

TMCP Foundation Day: বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল হওয়ার কথা। প্রথমটি সকাল ৯টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে বেরবে। পরে বেলা ১১ টায় আর একটি মিছিল বেরবে ডোরিনা ক্রসিং থেকে।

TMCP: বৃহস্পতিবার শহরে ব্যাহত হতে পারে যান চলাচল, পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিল CU
টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 27, 2025 | 12:06 PM

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ২৮ অগস্ট, বৃহস্পতিবার রাজ্য জুড়ে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালিত হবে। কলকাতার মূল সভায় উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিন শহরের যান চলাচল ব‍্যাহত হওয়ার আশঙ্কা। পরীক্ষা থাকায় আগে থেকেই পুলিশকে চিঠি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

শহরে সভার প্রস্তুতি প্রায় শেষ। ইতিমধ‍্যেই দূরের জেলা থেকে কলকাতা পৌঁছেছেন টিএমসিপি-র সমর্থকরা। বুধবার সকাল থেকেই সভাস্থল ঘুরে দেখেন টিএমসিপি-র রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

একাধিক মিছিলে শহরের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার শহরে তিনটি বড় মিছিল হওয়ার কথা। প্রথমটি সকাল ৯টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে বেরবে। পরে বেলা ১১ টায় আর একটি মিছিল বেরবে ডোরিনা ক্রসিং থেকে। বেলা ১১টা ৪৫ মিনিটে তারামণ্ডল থেকে বেরবে আরও একটি মিছিল। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

এদিকে উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন পরিবর্তন করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। তাই মিছিলের জেরে যাতে পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন, তাই আগে থেকে কলকাতা পুলিশের সদর দফতরে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন‍্য সাহায‍্য করার নির্দেশ দিয়েছে টিএমসিপি নেতৃত্ব। রাজ্য় সভাপতি তৃণাঙ্কুর এই প্রসঙ্গে বলেন, “আমাদের সদস্যরা ছাত্রছাত্রীদের আগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। কেউ যদি গাড়ি না পায়, তাহলে আমরা পৌঁছে দেব।” এদিকে, এই সভার জন্য পরীক্ষার দিন পরিবর্তন করেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। সেই প্রসঙ্গে তৃণাঙ্কুর বলেন, “ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে, তাই আগে থেকে এই ব্যবস্থা করা হয়েছে।”