Madhyamik 2022: আজ সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে ক্লিক করুন এই লিঙ্কে

Madhyamik 2022: সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। মার্চের ৭ তারিখ এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যে ফলপ্রকাশ হয়েছে।

Madhyamik 2022: আজ সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে ক্লিক করুন এই লিঙ্কে
মাধ্যমিকের ফল প্রকাশ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 03, 2022 | 7:53 AM

কলকাতা: আজ, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে মধ্য শিক্ষা পর্ষদ। ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। ফল দেখার জন্য যে লিঙ্কগুলিতে ক্লিক করবেন  www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in।

মার্চের ৭ তারিখ এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যে ফলপ্রকাশ হয়েছে। পর্ষদ সূত্রে খবর, এ বছর ১১লক্ষ ২৬ হাজার ৮৬৩। কাছাকাছি পরীক্ষার্থী রয়েছে। প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে, তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চাইছে পর্ষদ।

পরীক্ষায় বসা ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার, সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অফলাইনে এর আগে ২০২০ সালে মোট ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল  ৪ লক্ষ ৩৭ হাজার।

করোনা কালে গত দুবছরে অনলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। অতিমারি পরিস্থিতি কাটিয়ে এবছর অফলাইন মাধ্যমিক পরীক্ষা হল।