Supreme Court: ৫৪৮৫ জন নয়, শীর্ষ আদালতে SSC-র হলফনামায় কমল ‘অযোগ্য’ চাকরিপ্রাপকের সংখ্যা

Supreme Court: এসএসসি জানিয়েছিল, ব়্যাঙ্ক জাম্পিং ও প্যানেলের বাইরে থেকে ৫৪৮৫ জন চাকরি পেয়েছেন। এবার তাদের হলফনামায় সেই সংখ্যাই কিছুটা কমল। হলফনামায় কোথায় কত ব়্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে, তার হিসেবে দিয়েছে এসএসসি।

Supreme Court: ৫৪৮৫ জন নয়, শীর্ষ আদালতে SSC-র হলফনামায় কমল অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা
সুপ্রিম কোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 19, 2025 | 7:15 AM

নয়াদিল্লি: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের কি পৃথক করা সম্ভব? সুপ্রিম কোর্টে এই নিয়ে হয়েছে শুনানি। রায়দান এখনও স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এরই মধ্যে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানাল, অযোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যা ৫ হাজার ৩০৩ জন। এসএসসি আগে জানিয়েছিল, অযোগ্য চাকরিপ্রার্থীর সংখ্যা ৫ হাজার ৪৮৫। হলফনামায় সেই সংখ্যাই কমে গেল।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল। প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন, যোগ্য ও অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে।

শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, “নায়সা আমাদের জানায় যে কোনও ডেটা নেই। তারপর আমরা ডেটা স্ক‍্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বনশলের (নায়সার প্রাক্তন কর্তা) কাছ থেকে ডেটা সংগ্রহ করি। দুটো ডেটাকে মিলিয়ে দেখি। ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনশলের তথ্য মিলেছে। পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল।” সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, “এসএসসির কাছে যে ডেটা ছিল, তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট, পঙ্কজ বনশলের কাছে যে ডেটা রয়েছে, তাতে কারসাজি হয়নি।” পঙ্কজ বনশনের ডেটা ধরে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই সওয়াল করে।

যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেন, “সিবিআই বলছে, বনশলের ডেটা প্রকৃত সত্য। কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা। কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কসিট নেই। আমরা পঙ্কজ বনশলের ডেটাকেও সন্দেহ করছি।” শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ।

এসএসসি জানিয়েছিল, ব়্যাঙ্ক জাম্পিং ও প্যানেলের বাইরে থেকে ৫৪৮৫ জন চাকরি পেয়েছেন। এবার তাদের হলফনামায় সেই সংখ্যাই কিছুটা কমল। হলফনামায় কোথায় কত ব়্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে, তার হিসেবে দিয়েছে এসএসসি।