Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, আটক চালক-কনডাক্টর

Road Accident: ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ছুটে আসে ট্র্য়াফিক পুলিশ। ছুটে আসেন পথচারীরা। দ্রুত রজনী মাহাতো নামে ওই যুবতীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Road Accident: সল্টলেকের ওয়েবেল মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আইটি কর্মীর মাথার উপর দিয়ে চলে গেল বাস, আটক চালক-কনডাক্টর
ভয়াবহ পথ দুর্ঘটনা ওয়েবেলেImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 11:55 AM

কলকাতা: সাতসকালে ওয়েবেল মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। প্রাণ গেল তথ্য় প্রযুক্তি কর্মীর। এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটে একটি ওয়েবেল মোড়ের কাছ দিয়ে যাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই বাসটিই ২৫ বছরের ওই যুবতীকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের চাকা একেবারে মাথায় উঠে যায়। 

ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটেরও সৃষ্টি হয়। ছুটে আসে ট্র্য়াফিক পুলিশ। ছুটে আসেন পথচারীরা। দ্রুত রজনী মাহাতো নামে ওই যুবতীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর বাঁচানো যায়নি রজনীকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

স্থানীয় সূত্রে রজনীর বাড়ি ধাপা মাঠপুকুরে। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর গিয়েছে তাঁর পরিবারের কাছেও। হাসপাতালে এসেছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা পরিবারে। ইতিমধ্যেই ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।