Sealdah: শিয়ালদহ ঢোকার মুখে সিগনাল বিভ্রাট, দীর্ঘক্ষণ থমকে থাকল একের পর এক ট্রেন

Trains Delayed: রেলের তরফে জানানো হয়েছে, বিকেল ৫টা ৫০ মিনিট থেকে শিয়ালদহ ঢোকার মুখে সিগনাল বিঘ্নিত হয়। পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে পরে তিনটি ডাউন ট্রেন। অন্তত ৫০ মিনিট শিয়ালদহ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে ট্রেনগুলি।

Sealdah: শিয়ালদহ ঢোকার মুখে সিগনাল বিভ্রাট, দীর্ঘক্ষণ থমকে থাকল একের পর এক ট্রেন
শিয়ালদহ ঢোকার মুখে ট্রেনImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Soumya Saha

Jul 06, 2023 | 8:18 PM

কলকাতা: শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢোকার আগে বিপত্তি। সাময়িকভাবে সিগনাল ব্যবস্থা বিকল হয়ে যায়। আর এই বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা যাত্রীদের। শিয়ালদহে স্টেশনে ঢোকার আগে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেন। একের পর এক ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনগুলি। রেলের তরফে জানানো হয়েছে, বিকেল ৫টা ৫০ মিনিট থেকে শিয়ালদহ ঢোকার মুখে সিগনাল বিঘ্নিত হয়। পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে পরে তিনটি ডাউন ট্রেন। অন্তত ৫০ মিনিট শিয়ালদহ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে ট্রেনগুলি। তারপর সিগনালের সমস্যা মেরামতের পর আবার ট্রেনগুলিকে নির্দিষ্ট প্লাটফর্মে ঢোকানো হয়।

বৃহস্পতিবার সন্ধেয় এই সিগনালিং-এর ত্রুটির জেরে তীব্র ভোগান্তির শিকার হন যাত্রীরা। শিয়ালদহ স্টেশন হল অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। অনেক যাত্রী থাকেন যাঁদের নিত্যদিন শিয়ালদহ মেন শাখা ও শিয়ালদহ দক্ষিণ শাখা উভয় দিকেই যাতায়াত করতে হয়। এদিন সিগনালের সাময়িক সমস্যার কারণে, তাঁদেরও সমস্যায় পড়তে হয়। আবার অনেকে দূরপাল্লার ট্রেন ধরার জন্যও শিয়ালদহে আসেন। শিয়ালদহ পর্যন্ত এসে, সেখান থেকে বাসে হাওড়া গিয়েও অনেকে ট্রেন ধরেন। শিয়ালদহের মতো এমন গুরুত্বপূর্ণ একটি স্টেশনের বাইরে প্রায় এক ঘণ্টা একের পর এক ট্রেন থমকে থাকার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি কার্যত চরমে উঠেছে। যদিও রেলের তরফে যত দ্রুত সম্ভব পরিষেবা আবার স্বাভাবিক করে দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে এই সিগনাল বিভ্রাটের সময়েও যাত্রী পরিষেবা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে রেল। শিয়ালদহের ডাউন লাইনে তিনটি ট্রেন থমকে থাকলেও,  আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল। সিগনালের ত্রুটির সময়ে আপ লাইন দিয়েই সব ট্রেন চলাচল করানো হচ্ছিল।