সল্টলেক: কেউ বললেন ‘বাস পাই না…’, ‘কেউ বললেন, ‘সোনারপুর যাব…ভরসা বাস.. কিন্তু বেশির ভাগ দিন পাই না…।’ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেক্টর ফাইভে যেতেই এমন গুচ্ছ-গুচ্ছ অভিযোগ শুনলেন। সোমবার এসডিএফ (SDF) মোড় পরিদর্শন করেন স্নেহাশিস। বাস আছে কি নেই, সরকারি বাস কত চলে, কবে-কবে থাকে, সবটাই খোঁজ নেন তিনি। আর মন্ত্রীকে কাছে পেয়ে নিজের-নিজের অসুবিধার কথা জানান সেখানে উপস্থিত সকলে।
বস্তুত, নবান্নে মিটিং ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন পরিবহন দফতরের ভূমিকায়। সেই সময় সেক্টর ফাইভের প্রসঙ্গও তুলেছিলেন তিনি। এমনকী, সরকারি বাস কমে গিয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং মমতা। এরপর আজ তড়িঘড়ি সল্টলেক পৌঁছন স্নেহাশিস। কথা বলেন সেখানে উপস্থিত অফিসযাত্রীদের সঙ্গে।
এক অফিসযাত্রী ইর্তিকা বলেন, “বাস তো বাড়ানো উচিৎ। সঙ্গে ট্র্যাকিং সার্ভিস দেওয়া উচিত যাতে রিলায়াবেল সার্ভিস পেতে পারি। এটা দরকার। সরকারি বাস তো পাই না। সরকারি টাইম টেবিল হিসাবে হয়ত বাস ঠিকই চলছে। কিন্তু দরকারে বাস পাচ্ছি না।” মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সব সময়ই বিচলিত থাকেন। কোথায় সরকারি পরিষেবা পৌঁছছে না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন। এও বলেছিলেন যে সব জায়গা থেকে প্রচুর মানুষ বাসে ওঠেন সেই সকল জায়গা আমাদের সার্ভে করতে হবে। সেখানে বাসের সংখ্যা বাড়ানোর জন্য। যদিও ১৭২টা বাস চলে।”