স্বাভাবিক হচ্ছে কোভিড পরিস্থিতি, নন-কোভিডদের পরিষেবা বাড়াচ্ছে কলকাতা মেডিক্যাল

Feb 14, 2021 | 4:28 PM

ইতিমধ্যে নন-কোভিড পরিষেবা চালু হয়ে গিয়েছে। বহির্বিভাগে নন-কোভিড রোগীর সংখ্যা বাড়ছে তাই এই সিদ্ধান্ত।

স্বাভাবিক হচ্ছে কোভিড পরিস্থিতি, নন-কোভিডদের পরিষেবা বাড়াচ্ছে কলকাতা মেডিক্যাল
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তে। তাই এবার ধীরে ধীরে কলকাতা মেডিক্যাল কলেজে নন-কোভিড পরিষেবা বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, নতুন সপ্তাহ থেকেই এই পরিষেবা ফের চালু করা হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে এস‌এসবি বিল্ডিংয়ে নন-কোভিড সিসিইউ চালু হবে।

মেডিক্য়াল কলেজ সূত্রে খবর, এখন দোতলা ও তিনতলা নন‌-কোভিড রোগীদের চিকিৎসা হয়। চারতলা থেকে কোভিড‌ রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা। এই মুহূর্তে গড়ে ৭০ জন করোনা রোগী রয়েছেন মেডিক্যালে। এই সংখ্যক রোগীর জন্য কলকাতা মেডিক্যাল কলেজের দু’টি তলাই যথেষ্ট বলে মনে করছেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মোদীর রাম কার্ডের পাল্টা তৃণমূলের ‘জনতা কার্ড’

চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৪০-এর নীচে নেমে গেলে এস‌এসবি’র ১০ তলা কোভিডের জন্য রেখে বাকি সব তলায় নন-কোভিড পরিষেবা চালু হয়ে যাবে। মহিলাদের জন্য যে বিশেষ ইডেন বিল্ডিং রয়েছে, তার একতলা ছাড়া বাকি সব তলায় ইতিমধ্যে নন-কোভিড পরিষেবা চালু হয়ে গিয়েছে। বহির্বিভাগে নন-কোভিড রোগীর সংখ্যা বাড়ছে তাই এই সিদ্ধান্ত।

Next Article