Kolkata: রাতারাতি বদলে যাচ্ছে জমির চরিত্র! ‘খেলা হচ্ছে’ জলাজমিতে, কাঠগড়ায় শাসকদলের দাপুটে নেতা

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Mar 22, 2025 | 12:11 PM

Kolkata: প্রসঙ্গত, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষার জন্য দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার বিরাট অংশের জমিকে জলাভূমি হিসাবে ঘোষণা করেছিল আগের বাম সরকার। যার মধ্যে ভাঙড়ের বামনঘাটা, তারদহ, বেঁওতা ১, বেঁওতা ২ সহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার জমি রয়েছে।

Kolkata: রাতারাতি বদলে যাচ্ছে জমির চরিত্র! ‘খেলা হচ্ছে’ জলাজমিতে, কাঠগড়ায় শাসকদলের দাপুটে নেতা
চাপানউতোর এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: রাতারাতি জমির চরিত্র বদল করে দখল করে হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ কাপাসাইট মৌজায়। যত অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, তারদহ কাপাসাইট মৌজার ১৩১৩, ১৪৬৫, ১৫২৮ সহ একাধিক দাগের জমির চরিত্র বদল করে বড়বড় পাঁচিল তুলছে এলাকার শাসকদলের নেতারা। বিরোধীদের অভিযোগ শাসকদলের মদতে চলছে এই অবৈধ কাজ। 

প্রসঙ্গত, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষার জন্য দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার বিরাট অংশের জমিকে জলাভূমি হিসাবে ঘোষণা করেছিল আগের বাম সরকার। যার মধ্যে ভাঙড়ের বামনঘাটা, তারদহ, বেঁওতা ১, বেঁওতা ২ সহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েক হাজার জমি রয়েছে। অভিযোগ, সেখানেই বিঘার পর বিঘা জমি ভরাট করে কংক্রিটের নির্মাণ শুরু করছে শাসকদলের নেতা। তা ঘিরেই তৈরি হয়েছে চাপানউতোর। 

এদিকে এই জলাভূমিতেই মাছ, কোথাও ধান চাষ করে কোনওরকমে জীবিকা নির্বাহ করে আসছে কয়েকশো পরিবার। অভিযোগ কাগজে-কলমে জমির চরিত্র বদল করে জোর করে দখল করে নেওয়া হচ্ছে। এলাকার লোকজন কাঠগড়ায় তুলছেন তারদহ অঞ্চলের তৃণমূল নেতা এই গৌতম মণ্ডলকে। তাতেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়? যে জমি এতদিন পেটের ভাত জোগাত তা হাত ছাড়া হলে দিন চলবে কী করে! উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গেই প্রশাসনের দিকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন এলাকার বাসিন্দারা।