Santanu Sen: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপাসরিত শান্তনু সেন

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Dec 06, 2024 | 3:29 PM

Santanu Sen: বেশ কিছুদিন ধরেই তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির আঙিনায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে শোকজ নোটিস পেয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে জলঘোলা কম হয়নি।

Santanu Sen: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপাসরিত শান্তনু সেন
তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন

Follow Us

কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে সরানো হল শান্তনু সেনকে। মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি ছিলেন তিনি। এর আগে দলের মুখপাত্র পদ থেকে সরানো হয় ‘অভিষেক অনুগামী’ হিসাবে পরিচিত শান্তনুকে। সাম্প্রতিক কিছু বেফাঁস মন্তব্যের জেরেই কী অপসারণ? শান্তনু বাদ পড়তেই উঠতে শুরু করেছে প্রশ্ন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই শান্তনুকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়। তাঁর সুপারিশই শেষ পর্যন্ত সিলমোহর দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। তারপরই রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকার মনোনীত প্রতিনিধির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। তার জায়গায় আগামীদিনে ওই জায়গায় কে আসবে তা নিয়ে চলছে চর্চা। সূত্রের খবর, পরবর্তী প্রতিনিধি খুব দ্রুত ঘোষণা হতে পারে। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির আঙিনায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে শোকজ নোটিস পেয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে জলঘোলা কম হয়নি। এদিকে সুদীপ্ত রায় আবার দলের ‘ওল্ড ব্রিগেডের’ প্রতিনিধি হিসাবে পরিচিত। অন্যদিকে শান্তনুর পরিচিতি রয়েছে ‘অভিষেক অনুগামী’ হিসাবে। তার সুপারিশই শেষ পর্যন্ত কার্যকর হয় শুরু হয়েছে নতুন চাপানউতোর। 

Next Article
আজ CBI-এর ‘অগ্নিপরীক্ষা’! আদালতে নাটক চরমে, হাত থেকে ফস্কে যাবেন না তো সুজয়কৃষ্ণ!
Calcutta High Court: ‘কড়া রোদের নীচে পার্টির অনুষ্ঠানে বাধ্য করা হত, এটা তো র‌্যাগিং’, কড়া পর্যবেক্ষণ বিচারপতির