
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঠিক হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাধিক পণ্যে কমবে জিএসটি। এর মধ্যে যেমন রয়েছে চাষের জিনিস, তেমনই জিএসটি শূন্য হবে হেলথ ও লাইফ ইন্সিওরেন্সে। এ ছাড়াও একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যে কমে গিয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর এই কর কমে যাওয়াকে ‘সাধারণ মানুষের জয়’ বলে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
A victory for common people. A victory wrested from a tone-deaf regime that only listens when forced.
From day one, Smt. @MamataOfficial warned the Finance Minister that taxing insurance premiums was cruel, anti-people, and would deter families from securing their future,… https://t.co/8ya9etOs4Y pic.twitter.com/4Hav2SjIdp
— All India Trinamool Congress (@AITCofficial) September 3, 2025
জিএসটি বদলের ঘোষণা সামনে আসার পর ২০২৪ সালের ২ অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যে চিঠিতে স্বাস্থ্যবিমা ও জীবন বিমায় ১৮ শতাংশ জিএসটিকে গণবিরোধী বলে অভিহিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে করা এই পোস্টে কেন্দ্রীয় সরকারকে ছত্রে ছত্রে কটাক্ষ করা হয়েছে। এ ছাড়াও এই পোস্টের শেষে লেখা হয়েছে, তৃণমূল এই ধরনের ‘জন-বিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে লড়বে, সে পার্লামেন্ট হোক, রাস্তায় হোক বা মানুষের মধ্যে থেকেও হোক।