Trinamool Congress: ছাব্বিশের আগে ‘শুদ্ধিকরণে’ জোর! কোন ইস্য়ুতে ‘নো কম্প্রোমাইজ’ নীতি নিচ্ছে তৃণমূল?

Trinamool Congress: শনিবার ভবানীপুর অফিসে বন্দর এলাকা নিয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সী । বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস , ফিরহাদ হাকিমও। প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে দলের সুপ্রিমোর বার্তার পরেই ভোটার লিস্টে ‘ভূত’ খুঁজতে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছেন দলের তাবড় তাবড় নেতারা। সুব্রত বক্সীই নেতৃত্ব দিচ্ছেন ওই কমিটির।

Trinamool Congress: ছাব্বিশের আগে ‘শুদ্ধিকরণে’ জোর! কোন ইস্য়ুতে ‘নো কম্প্রোমাইজ’ নীতি নিচ্ছে তৃণমূল?
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Mar 02, 2025 | 8:50 AM

কলকাতা: বিধানসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে আপোষহীন নীতির পথে হাঁটতে চলছে বাংলার শাসকদল? পুর দুর্নীতি এবং আবাসে দুর্নীতি নিয়ে কোনও আপষ নয়। দুর্নীতি তে যুক্ত থাকলে ব্যবস্থা নেবে দল। সূত্রের খবর, পুর-আবাস দুর্নীতিতে ‘নো কম্প্রোমাইজ’ নীতি নিচ্ছে তৃণমূল। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে আবাস নিয়ে অভিযোগের অন্ত নেই। তৃণমূল স্তর থেকে উপরমহল, সর্বত্রই গুচ্ছ গুচ্ছ অভিযোগ। নাম জড়িয়েছে শাসক নেতাদের। স্বজনপোষণ থেকে কাটমানির অভিযোগ, বাদ নেই কিছুই। কিন্তু বছর ঘুরলেই বিধানসভা ভোট। কাই দুর্নীতি ইস্যুকে কাজে লাগিয়ে বিরোধীরা যাতে বিশেষ সুবিধা না করতে পারে তাই এখন থেকেই দলের শুদ্ধিকরণ করতে চাইছে বাংলার শাসকদল, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 

গত কয়েক বছরে শহরজুড়ে বেলাগাম বেআইনি পার্কিং নিয়েও মাথাব্যথা বেড়েছে শাসকের। সূত্রের খবর, কলকাতা পুর এলাকায় বেআইনি পার্কিং নিয়েও কড়া হচ্ছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি একটি বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন সুব্রত বক্সী।  

শনিবার ভবানীপুর অফিসে বন্দর এলাকা নিয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সী । বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস , ফিরহাদ হাকিমও। প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে দলের সুপ্রিমোর বার্তার পরেই ভোটার লিস্টে ‘ভূত’ খুঁজতে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছেন দলের তাবড় তাবড় নেতারা। সুব্রত বক্সীই নেতৃত্ব দিচ্ছেন ওই কমিটির। ভিতরে থাকছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকের মতো তাবড় তাবড় নেতারা। সূত্রের খবর, ভোটার লিস্ট নিয়ে জেলা ওয়ারি তালিকাও প্রস্তুত করা হচ্ছে। দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করবেন সুব্রত বক্সী। এরপরই ওই তালিকা জমা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।