কলকাতা: শুধু তো নিয়োগ দুর্নীতি নয়, একের পর এক ইস্যুতে প্রতিদিন সকাল থেকে রাত রাজ্য সরকার তথা শাসক দলকে আক্রমণ করে চলেছেন বিরোধীরা। সেই আক্রমণ প্রতিনিয়ত কীভাবে সামাল দিচ্ছে রাজ্য সরকার? সেই প্রসঙ্গেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তুলনা টানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষা দফতরের মন্ত্রী হিসেবে বিরোধীদের তোপের মুখে বারবার পড়তে হচ্ছে ব্রাত্যকে। তবে তাঁর কথায়, ‘আমাদের টিমে একজনই সুনীল গাভাস্কার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’
এই প্রসঙ্গে সেই সময়কার ক্রিকেট ময়দানে ফিরে যান শিক্ষামন্ত্রী। টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের কথাবার্তা অনুষ্ঠানে তিনি মনে করিয়ে দেন, গাভাস্কার যখন ব্যাটিং করতেন, তখন তাঁকে স্লেজিং করা হত। আর পাকিস্তানের তরফে মূলত সেই কাজটা করতেন জাভেদ মিঁয়াদাদ। গাভাস্কারকে খারাপ ভাষায় গালাগালি দেওয়া হত বলেও উল্লেখ করেন ব্রাত্য। স্মৃতিচারণ করে ব্রাত্য বলেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে যেদিন গাভাস্কারের জীবনের শেষ ম্যাচ ছিল, সেদিন ঘূর্ণি পিচে ৯৬ রান করেছিলেন তিনি। মিঁয়াদাদ থেকে শুরু করে পাকিস্তানের তরুণ ব্রিগেড যাচ্ছেতাই গালাগাল করেছিলেন। পরে মিঁয়াদাদ খারাপ কথা বলার জন্য গাভাস্কারের কাছে ক্ষমা চাইতে যান। উত্তরে গাভাস্কার বলেছিলেন, তোমরা গালাগালি দিয়েছিলে নাকি? খেয়াল করিনি তো।
অর্থাৎ এভাবেই বিরোধীদের কথায় তোয়াক্কা না করে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর দাবি, মমতা সম্পর্কে বিরোধীরা খারাপ ভাষা প্রয়োগ করছেন। সিপিএম আমলে বিরোধী হিসেবে তাঁরা কখনও এমন ভাষায় আক্রমণ করেননি বলেই দাবি করেন ব্রাত্য। মুখ্যমন্ত্রীও কোনও খারাপ ভাষা প্রয়োগ করেন না বলে দাবি করেছেন ব্রাত্য।