Power Plant: ‘৮০০ মেগাওয়াটের দু’টি প্ল‍্যান্ট তৈরি হয়েছে’, সুখবর দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী

Arup Biswas: শালবনীর প্লান্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট করে দু'টি পাওয়ার প্লান্ট তৈরি করা হচ্ছে। এই পাওয়ার প্লান্ট তৈরি করতে জিন্দালরা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

Power Plant: ৮০০ মেগাওয়াটের দুটি প্ল‍্যান্ট তৈরি হয়েছে, সুখবর দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী
শালবনী পাওয়ার প্ল্যান্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2025 | 6:32 PM

কলকাতা: শালবনিতে তৈরি হয়ে গেল ৮০০ মেগাওয়াটের দুটি প্ল্যান্ট। আরও দু’টি প্ল্যান তৈরি হবে সেই প্রস্তাব দেওয়া হয় মন্ত্রীসভার বৈঠকে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পূর্ব ভারতে এমন পাওয়ার প্লান্ট আর নেই। সেই পাওয়ার প্ল্যান্ট নিয়েই এবার সুখবর দিলেন রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস।

শালবনীর প্লান্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্লান্ট তৈরি করা হচ্ছে। এই পাওয়ার প্লান্ট তৈরি করতে জিন্দালরা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। পূর্ব ভারতে এই ধরনের পাওয়ার প্লান্ট আর নেই বলেও জানিয়েছিলেন তিনি।

আজ অরূপ বিশ্বাস বলেন, “৮০০ মেগাওয়াটের দু’টি প্ল‍্যান্ট তৈরি হয়েছে।
আরও নতুন দুটি প্ল‍্যান্ট তৈরির প্রস্তাব পাশ হয়েছে আজ মন্ত্রিসভার বৈঠকে।পিপি মডেলে। দুর্গাঙ্গন— হিডকো এবং ট্যুরিজম মিলে করা হবে বলে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।”

এই শাববনী নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “অনেকে বলে বিজিবিএস-এ যে ঘোষণা হয়, সেগুলো কার্যকর হয় না। বাংলায় শিল্পপতিদের জন্য একটা ডেস্টিনেশন তৈরি করে দেওয়া হয়েছে। আমরা ছ’টা ইকনমিক করিডর তৈরি করেছি। রাজ্যে প্রায় ২ কোটি ৩০ লক্ষ মানুষ বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করেন। গত ১৪ বছরে বিদ্যুতের চাহিদা ১৮ শতাংশ বেড়েছে।”