
কলকাতা: সাহারা গোষ্ঠীর সম্পত্তি বিক্রির টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার দুই। জিতেন্দ্র প্রসাদ ভার্মা, অনিল আব্রাহামকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনিল সাহারার পুরনো ম্যানেজার ছিলেন বলে জানা গিয়েছে। ধৃতদের আজ, শনিবার বিচার ভবনে বিশেষ ইডি আদালতে তোলা হবে।
আমানতকারীদের টাকা নিজেদের পকেটে পুরে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ফেরানো হচ্ছে। এই সম্পত্তি বিক্রির কিছু টাকাই ব্যাঙ্কের মাধ্যমে সেবি অ্যাকাউন্টে জমা পড়ছে। বাকি টাকা নগদে ‘ডিল’ করে নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ।
এই অভিযোগে পৃথকভাবে মামলা রুজু করে ইডি। দুই অভিযুক্তকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে সেবি নির্দেশ দিয়েছিল, সাহারা গ্রুপের দুটি কোম্পানি, সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন লিমিটেড এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড-কে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। ওই দুই সংস্থাই নিয়ম ভেঙে তহবিল সংগ্রহ করেছিল বলে অভিযোগ ওঠে।