CPIM: ‘ব্র্যান্ড বুদ্ধ’র ক্যারিশ্মাতে ভরপুর ভরসা, নতুন করে ছাপা হচ্ছে তাঁর একাধিক বই

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Sep 06, 2023 | 5:52 PM

CPIM: ২০১৮ সালে লিখেছিলেন 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু'। ১১৬ পাতার এই বইয়ে জার্মানির নাৎসি বাহিনীর পরাক্রম থেকে নাৎসি বাহিনীর পরাজয়ের গল্প। হু হু করে বিক্রি হয়েছিল সেই বই।

CPIM: ব্র্যান্ড বুদ্ধর ক্যারিশ্মাতে ভরপুর ভরসা, নতুন করে ছাপা হচ্ছে তাঁর একাধিক বই
বুদ্ধদেব ভট্টাচার্য।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর মরসুমে বিভিন্ন প্যান্ডেলের সামনে গণশক্তির স্টল থাকে। সিপিএমের মুখপত্রের স্টলজুড়ে ‘মলাটবন্দি বামপন্থা’। এ বছর নতুন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একাধিক বই ছাপছে সিপিএমের দলীয় প্রকাশনা সংস্থা ‘ন্যাশনাল বুক এজেন্সি’ (NBI)। বুদ্ধবাবুর জনপ্রিয়তা শুধু বামপন্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর তা নয় বলেই তো এখনও তিনি ‘ব্র্যান্ড বুদ্ধ’ই। তাঁর সেই ‘ব্র্যান্ডভ্যালু’কে সামনে রেখে এবার প্রস্তুতি নিচ্ছে এনবিআই। কলেজ স্ট্রিট হোক বা ফ্লিপকার্ট, বছরভর যে দুই বইয়ের চাহিদা তুঙ্গে থাকে সেই ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’ ও ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ নতুন করে ছাপছে এনবিআই। প্রকাশনা সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী জানান, “আমরা অনেকগুলি বইয়েরই পুনর্মুদ্রণ করছি।”

তবে সূত্রের খবর, শুধু এই দু’টি বই-ই নয়, বুদ্ধবাবুর লেখা যে যে বইয়ের চাহিদা বেশি, সবক’টিই নতুন করে ছাপা হচ্ছে। মোদ্দা কথা, সমস্ত স্টলেই বুদ্ধবাবুর বই থাকবে। একইসঙ্গে সিপিএমের যে যে বই বাজারে চলছে, সবকটার রিপ্রিন্ট করা হবে। ২০১৮ সালে লিখেছিলেন ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’। ১১৬ পাতার এই বইয়ে জার্মানির নাৎসি বাহিনীর পরাক্রম থেকে নাৎসি বাহিনীর পরাজয়ের গল্প। হু হু করে বিক্রি হয়েছিল সেই বই।

আটের দশকে চিনে গিয়েছিলেন বুদ্ধবাবু। সেই অভিজ্ঞতার ফসল ৭২ পাতার বই ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’। এ বই যখন লিখছেন, তখন বুদ্ধবাবু অসুস্থ, দৃষ্টিশক্তি কমের দিকে। সঙ্গে সিওপিডির সমস্যা তো আছেই। ২০১৯ সালে ন্যাশনাল বুক এজেন্সি বুদ্ধবাবুর এই ‘চিনা বিপ্লব’কে প্রকাশ করে। বইটি উৎসর্গীকৃত করা হয় প্রমোদ দাশগুপ্তকে। সেবার তো বই মুহূর্তে বিক্রি। এ বইয়ের চাহিদা এখনও রয়েছে। নতুন প্রজন্মকে সেই বইয়ের সঙ্গে পরিচয় করাতে নতুন করে তা ছাপছে এনবিআই। এই দু’টি বইয়ের সঙ্গে আরও বেশ কয়েকটি বই এবার নতুন করে ছাপা হচ্ছে বলে খবর।

Next Article