কলকাতা: শহরের বুকে বেআইনি মাদক পাচারকাণ্ডে (Drug Smuggling) গ্রেফতার দুই যুবক। সোমবার রাতে গোপন সূ্ত্রে খবর পেয়ে রাজারহাটের লাঙলপোতা ব্রিজের সামনে থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই যুবকদের কাছে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।
রাজারহাট থানার পুলিশ সূত্রে খবর, কিছু সময় ধরেই মাদক পাচারকারি দলটির খোঁজ চলছিল। সোমবার রাতে, তড়িঘড়ি লাঙলপোতা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকেই দুই যুবককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে জানা গিয়েছে, ধৃত শেখ সেলিম বাগুইআটির এবং নুরুল ইসলাম রাজারহাটেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা বাইকে করে বিভিন্ন এলাকায় গিয়ে মাদক (Drugs) বিক্রি করে থাকে। তবে, এই মাদক তারা কোথা থেকে নিয়ে আসত, কাদের কাছে বিক্রি করত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে।
উল্লেখ্য, বঙ্গে নির্বাচন (West Bengal Assembly Election 2021) ঘোষণার পর থেকেই অবৈধ সামগ্রী পাচার রুখতে কড়া কমিশন। নির্বাচন কমিশন সূত্রেই জানা গিয়েছে, মাত্র সতেরো দিনে ১১০ কোটিরও বেশি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ১ কেজির বেশই পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ যার মূল্য ৫ কোটি ৪৭ লক্ষ টাকা।
আরও পড়ুন: অবাধে চলছে বালি পাচার, ধসে পড়তে পারে গোটা গ্রাম, আতঙ্কিত স্থানীয়রা