Murder in Kolkata: নোংরা ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, বুকে ধাক্কা দিতেই আর উঠলেন না ভবানীপুরের সুনীল

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2023 | 8:01 PM

Murder in Kolkata: নোংরা ফেলা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ। একজনকে পিটিয়ে খুনের অভিযোগ। ভবানীপুর থানার অন্তর্গত অন্নদা ব্যানার্জি লেনের ঘটনা। মৃত ব্যক্তির নাম সুনীল ঠাকুর (৫১)। ঘটনায় জোর শোরগোল এলাকায়।

Murder in Kolkata: নোংরা ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, বুকে ধাক্কা দিতেই আর উঠলেন না ভবানীপুরের সুনীল
শোকের ছায়া পরিবারে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বাড়ির সামনে নোংরা ফেলা নিয়ে বিবাদ। দুই প্রতিবেশীর মধ্যে ব্যাপক হাতাহাতি। প্রাণ গেল একজনের। উঠেছে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ভবানীপুর থানার অন্তর্গত অন্নদা ব্যানার্জি লেনে। মৃত ব্যক্তির নাম সুনীল ঠাকুর (৫১)। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৪টে নাগাদ। মৃতের জামাই জানালেন, পড়শি বাড়ি থেকে লাগাতার তাঁদের বাড়ির সামনে নোংরা ফেলা হয়। তা নিয়ে প্রায়ই গোলমাল হত প্রতিবেশী কাঞ্চন সাউয়ের সঙ্গে। অভিযোগ, বৃহস্পতিবারও ওই পড়শি জল ছেটাচ্ছিলেন। সেই জল সুনীলের ঘরে গিয়ে পড়ে। তা নিয়ে গোলমাল। কথা কাটাকাটি। গালিগালাজ পর্যন্ত চলে। 

অভিযোগ, পড়শি দম্পতি সেই সময় সুনীলকে ধাক্কা মারে। তাতেই অসুস্থবোধ করেন সুলীল। দ্রুত তাঁকে এসএসকেএমে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান সুনীল ঠাকুর। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

সুনীল ঠাকুরের স্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তিনি ঘরের বাইরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময় পড়শি কাঞ্চন সাউ বালতি করে জল ঢালতে শুরু করেন। নিজের বাড়ির সামনের নোংরা তাঁদের বাড়ির সামনে জড়ো করছিলেন। তিনি প্রতিবাদ করতেই দু’পক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায়। সূত্রের খবর, ওই সময় সুনীল ঠাকুর বাইরে বেরিয়ে এলে তাঁকে কাঞ্চন এবং তাঁর স্বামী পিন্টু সাউ বুকে ধাক্কা মারেন। তাতেই গুরুতরভাবে জখম হন সুনীল। অসুস্থ বোধ করতে শুরু করেন।