কলকাতা : ৬ বছর পর বিচার পেতে চলেছে জিডি বিড়লা-কাণ্ডের নির্যাতিতা নাবালিকা। ২০১৭ সালের সেই মামলায় দোষী সাব্যস্ত হলেন দুই শিক্ষক। ২০১৭ সালে এক ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়েছিল শহর। অভিযোগের ভিত্তিতে ওই স্কুলেরই দুই শারীরশিক্ষার শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। সেই দুই শিক্ষককেই বুধবার দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আগামী ৩১ মার্চ তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
রানিকুঠির জিডি বিড়লা স্কুলে ওই ঘটনার অভিযোগ ওঠে ২০১৭ সালে। যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ওই নাবালিকার অভিভাবকেরা। পরে নির্যাতিতার গোপন জবানবন্দি দেওয়া হয়। করা হয় শারীরিক পরীক্ষাও। লালবাজারে তলব করা হয়েছিল স্কুলের অধ্যক্ষকে।
অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের চার ও ছয় নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছিল। এছাড়া ১৬৪ ধারা অনুযায়ী নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে সম্মতি দিয়েছিল আদালত।
অভিযোগ ওঠে, ওই শিশুকে স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। স্কুল ছুটির পর অভিভাবকেরা স্কুলে গিয়ে দেখেন তাঁদের মেয়ে অঝোরে কাঁদছে। পোশাকে লেগে রক্ত। অভিভাবকেরা প্রথমটায় বুঝতে পারেননি। তাঁরা অসুস্থ ভেবে শিশুকে হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারেন, নাবালিকাকে যৌন নির্যান করা হয়। তার জেরেই এমন অবস্থা হয়েছে তার। কার্যত নিস্তেজ হয়ে পড়েছিল সেই নাবালিকা। পরে তার মুখ থেকে সব শুনে ঘটনাটি স্পষ্ট হয়ে যায়। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। স্কুলের সামনে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।