Fraud Case: দৃশ্যত স্মার্ট-কর্পোরেট, স্বাস্থ্যভবনের বাইরে কথা বলছিলেন, স্রেফ একটা কথায় সন্দেহ হওয়াতেই পর্দাফাঁস তরুণীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2022 | 9:51 AM

Bidhannagar: স্বাস্থ্য ভবনের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ স্বাস্থ্য ভবন থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দুই মহিলাকে।

Fraud Case: দৃশ্যত স্মার্ট-কর্পোরেট, স্বাস্থ্যভবনের বাইরে কথা বলছিলেন, স্রেফ একটা কথায় সন্দেহ হওয়াতেই পর্দাফাঁস তরুণীদের
গ্রেফতার দুই মহিলা (নিজস্ব চিত্র)

Follow Us

বিধাননগর: স্বাস্থ্য ভবনের বাইরে ডেকেছিলেন দুই মহিলা। সেই মতো আরও এক মহিলা এসেছিলেন। তবে তিনজনের কথা বার্তায় সন্দেহ হয় সেখানে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের। তারপর জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হল রহস্য।

স্বাস্থ্য ভবনের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ স্বাস্থ্য ভবন থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দুই মহিলাকে। বৃহস্পতিবার তাঁদের বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হবে।

ধৃত দুই মহিলার রিয়া চৌধুরী ও জয়ন্তী চৌধুরী। দু’জনই বেলেঘাটার বাসিন্দা। এদের দু’জনকেই জিজ্ঞাসাবাদ পুলিশ জানতে পেরেছে, কৃষ্ণনগরের বাসিন্দা ফুহিরা শেখ। অভিযোগ, তাঁকে গ্রুপ-ডি-তে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা চেয়েছিলেন এই রিয়া ও জয়ন্তী দিয়েছিলেন। এরপর ২৮ ডিসেম্বর পরীক্ষা এবং ডকুমেন্ট কালেকশনের জন্য মেইল পাঠানো হয়েছিল ফুহিরাকে। বলা হয়েছিল সমস্ত তথ্য নিয়ে স্বাস্থ্য ভবনে আসতে।

সেই মতো স্বাস্থ্য ভবনে এলে দুই মহিলা ফুহিরার কাছে আসেন। এবং তাঁকে ডাক্তার বলে পরিচয় দেন। এরপর সমস্ত রকম ডকুমেন্টস স্বাস্থ্য ভবনের গেটের ভেতরে নেওয়ার সময় সিকিউরিটি এবং পুলিশ কর্মীরদের কথা কানে আসলে সন্দেহ হয়। তাঁরা নজরে রাখতে শুরু করেন।

এরপরই ডকুমেন্টস ও টাকা নেওয়া হলে তাঁদেরকে আটক করে। কী কারণে টাকা দিলেন ফুহিরার কাছ থেকে জানতে চায় পুলিশ? তখনই সামনে আসে গোটা ঘটনা। এরপর ফুহিরা শেখের অভিযোগের, ভিত্তিতে গ্রেফতার করা হয় রিয়া চৌধুরী ও জয়ন্তী চৌধুরীকে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, সরকারি নথি জাল সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। এ দিন, ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হবে। এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সূত্র মারফত খবর।

 

Next Article