Underwater Metro: আগামিকাল থেকেই গঙ্গার নিচে মেট্রো চড়তে পারবেন, জেনে নিন প্রথম মেট্রোর সময়, ভাড়া…

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Mar 14, 2024 | 5:23 PM

Howrah Metro: হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত এই মেট্রো লাইন 'গ্রিন লাইন'। এই লাইনে ন্যূনতম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ২০ টাকা। এই রুটে স্টেশনগুলি হল এসপ্লানেড, মহাকরণ, হাওড়া, হাওড়া ময়দান। তবে কেউ চাইলে এক টিকিটেই হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর যেতে পারেন। কিংবা হাওড়া ময়দান কবি সুভাষ হয়ে রুবিও যেতে পারেন। যদিও সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগবে।

Underwater Metro: আগামিকাল থেকেই গঙ্গার নিচে মেট্রো চড়তে পারবেন, জেনে নিন প্রথম মেট্রোর সময়, ভাড়া...
গঙ্গার নীচ দিয়ে মেট্রো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: গত ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোর। বহু প্রতীক্ষিত এই মেট্রো শুক্রবার ১৫ মার্চ থেকে সাধারণ যাত্রী নিয়ে ছুটবে। সোম থেকে শনিবার অবধি এই রুটে মেট্রো চলবে। রবিবার সারাদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

জেনে নিন এই রুটের মেট্রোর খুটিনাটি তথ্য—

(হাওড়া ময়দান থেকে মেট্রো অর্থাৎ আপ লাইনে) সকাল ৭টা থেকে চালু হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো। সকাল ৯টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই রুটে মেট্রো। রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে এই রুটে মেট্রো চলবে।

(এসপ্লানেড থেকে মেট্রো অর্থাৎ ডাউন লাইনে) প্রথম মেট্রো চলবে সকাল ৭টায়। সকাল ৯টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে এই রুটে মেট্রো। রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে এই রুটে মেট্রো চলবে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রয়েছে এই রুটে প্রায় ১৬.৫ কিলোমিটার পথ ধরে ছুটবে মেট্রো। তার মধ্যে ১০.৮ কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে। যদিও এখন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবা চালু হচ্ছে।

ভাড়া কত?

হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত এই মেট্রো লাইন ‘গ্রিন লাইন’। এই লাইনে ন্যূনতম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ২০ টাকা। এই রুটে স্টেশনগুলি হল এসপ্লানেড, মহাকরণ, হাওড়া, হাওড়া ময়দান। তবে কেউ চাইলে এক টিকিটেই হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর যেতে পারেন। কিংবা হাওড়া ময়দান কবি সুভাষ হয়ে রুবিও যেতে পারেন। যদিও সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগবে। হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর যেতে ভাড়া লাগবে ৩০ টাকা। এসপ্লানেড থেকে বদল করতে হবে মেট্রো। হাওড়া ময়দান থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন) পর্যন্ত ৫০ টাকা লাগবে।

Next Article