Murshidabad Unrest: মুর্শিদাবাদের পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লিও, মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের

Murshidabad Unrest: মনোজ পন্থ ও রাজীব কুমারের সঙ্গে গোবিন্দ মোহনের বৈঠকের পর একটি বিবৃতি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, ডিজিপি রাজীব কুমার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পরিস্থিতির উপর রাজ্য প্রশাসন কড়া নজর রাখছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানান ডিজিপি।

Murshidabad Unrest: মুর্শিদাবাদের পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লিও, মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের
ফাইল ফোটোImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 12, 2025 | 10:59 PM

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। আগুন জ্বালানো হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশও। মুর্শিদাবাদের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি খোঁজখবর নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের বার্তাও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। পরিস্থিতির উপর কেন্দ্র কড়া নজর রাখছে বলেও জানান তিনি।

মনোজ পন্থ ও রাজীব কুমারের সঙ্গে গোবিন্দ মোহনের বৈঠকের পর একটি বিবৃতি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, ডিজিপি রাজীব কুমার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পরিস্থিতির উপর রাজ্য প্রশাসন কড়া নজর রাখছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানান ডিজিপি। ১৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফেরও সহযোগিতা নিয়েছে রাজ্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, স্থানীয় ৩০০ বিএসএফ জওয়ান মুর্শিদাবাদে ছিলই। রাজ্যের অনুরোধে আরও ৫ কোম্পানি বিএসএফ ওই জেলায় মোতায়েন করা হয়েছে। অন্য স্পর্শকাতর জেলাগুলির উপর নজর রাখতে রাজ্যকে বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পদক্ষেপ করার কথাও বলেন।

গোবিন্দ মোহন জানান, কেন্দ্রও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। রাজ্যের যদি প্রয়োজন মনে হয়, তবে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কেন্দ্র সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, এদিন উত্তপ্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ব্যর্থ বলে দাবি তোলেন তিনি। হাইকোর্ট মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। তবে অন্য কোনও জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মুর্শিদাবাদে গিয়েছেন ডিজিপি রাজীব কুমার।