Upper Primary: ‘এবার অন্তত নিয়োগ দিন’, রাজপথে মাথা ঠুকছেন চাকরিপ্রার্থীরা

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Dec 04, 2023 | 5:50 PM

Upper Primary: এদিন চাকরির দাবিতে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘চাকরি চাকরি চাকরি চাই।’ এক আন্দোলনকারী বলেন, “আমাদের অনুরোধ এই মাস থেকে আমাদের জয়েনিং দিন। প্যানেল বেরিয়ে গিয়েছে। ওয়েবসাইটে সব নাম আছে। আমাদের আর রাস্তায় বসে থাকতে দেবেন না। পাশ করার পর ১০ বছর হতে চলল এখনও চাকরি হল না। ”

Upper Primary: ‘এবার অন্তত নিয়োগ দিন’, রাজপথে মাথা ঠুকছেন চাকরিপ্রার্থীরা
রাজপথে চাকরিপ্রার্থীরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজপথে ফের চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবি তুলে রাস্তায় মাথা ঠুকলেন তাঁরা। এক বছর ধরে শহিদ মিনারে বসে আছেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। তাঁদের প্রশ্ন, “শিক্ষক হতে চাওয়া কি অপরাধ?” নিয়োগের দাবিতে এদিন ডরিনা ক্রসিং থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা। এরপরই মাঝরাস্তায় বসে পড়েন তাঁরা। পিচের রাস্তায় শুয়ে পড়েন মহিলা চাকরি প্রার্থীরা। মাথা ঠুকতে থাকেন, মুখে প্রশ্ন “এতদিন হয়ে গেল। এবার তো চাকরিটা হোক।”

এদিন চাকরির দাবিতে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘চাকরি চাকরি চাকরি চাই।’ এক আন্দোলনকারী বলেন, “আমাদের অনুরোধ এই মাস থেকে আমাদের জয়েনিং দিন। প্যানেল বেরিয়ে গিয়েছে। ওয়েবসাইটে সব নাম আছে। আমাদের আর রাস্তায় বসে থাকতে দেবেন না। পাশ করার পর ১০ বছর হতে চলল এখনও চাকরি হল না। ”

২০১৬ সাল থেকে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। অভিযোগ ওঠে নিয়োগে বেনিয়মের। তার জেরে প্রায় ১৪ হাজারের বেশি পদে নিয়োগ থমকে যায়। বাতিল হয় প্যানেল। পরে যদিও নতুন করে প্যানেল তৈরির কথা বলা হয়। তবে নিয়োগ এখনও অধরাই। এক বছর ধরে শহিদ মিনারে বসে থেকেছেন চাকরির দাবিতে। তাঁরা ২০১৬ সালের পর আরও একবার ইন্টারভিউ দিয়েছিলেন। এক চাকরি প্রার্থী বলেন, “আমরা অবিলম্বে জয়েনিং ও দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিস চাই।”

Next Article