উচ্চ প্রাথমিকের নিয়োগে বড় ঘোষণা! ইন্টারভিউয়ের দিনক্ষণ, স্থান জানাল কমিশন

SSC Upper Primary: স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

উচ্চ প্রাথমিকের নিয়োগে বড় ঘোষণা! ইন্টারভিউয়ের দিনক্ষণ, স্থান জানাল কমিশন
ফাইল চিত্র।

| Edited By: সায়নী জোয়ারদার

Jul 18, 2021 | 7:06 PM

কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। বেলা ১.৩০টা থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া। সেইমতোই প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিন নেপালি, সাঁওতালি ও উর্দু ভাষার ইন্টারভিউ নেওয়া হবে।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ৪ অগস্ট পর্যন্ত। সবরকম করোনা বিধি মেনেই এই বহু প্রতীক্ষিত ইন্টারভিউ পর্ব শুরু করতে চায় কমিশন। মোট ২৮টি টেবিলে ইন্টারভিউ নেওয়া হবে। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য এই সাক্ষাৎকার পর্ব চলবে। এর জন্য ১৫ হাজার ৪০৬ জনকে ডাকা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, পুজোর মধ্যেই এ রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হওয়ার কথা। হাইকোর্টের একবার স্থগিতাদেশের জেরে ইতিমধ্যেই দিন কয়েক পিছিয়ে গিয়েছে গোটা প্রক্রিয়া। মামলা এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকলেও ইন্টারভিউ নেওয়া শুরু করে পারে কমিশন। কেন না, আরও দেরি হলে পুজোর মধ্যে ইন্টারভিউ সম্পূর্ণ করে ১৪ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া কঠিন কাজ হয়ে যাবে। আরও পড়ুন: রাজ্যের সীমানা ছাড়িয়ে এবার কেন্দ্রীয় ক্যানভাসে আঁচড় ২১ জুলাইয়ের, বাঙালি প্রধানমন্ত্রী চেয়ে উঠবে স্লোগান

৮ বছর ধরে আটকে নিয়োগ: একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

২০১৪ ফ্রেব্রুয়ারি: অনলাইন নোটিফিকেশনে উচ্চ প্রাথমিকের বিজ্ঞপ্তি প্রকাশ।

২০১৫ জুন: ৫ লক্ষের বেশি প্রার্থী উচ্চ প্রাথমিকের জন্য আবেদন করে।

২০১৫ অগস্ট: উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা হয়।

২০১৬ সেপ্টেম্বর: উচ্চ প্রাথমিকের টেটের ফল প্রকাশিত হয়।

২০১৮ জুন: প্রথম দফা ভেরিফিকেশনের পর ফল প্রকাশিত হয়।

২০১৯ জুলাই: প্রথম ইন্টারভিউ পর্ব শুরু হয়, তিন দফায় ইন্টারভিউ সম্পন্ন হয়।

২০১৯ অক্টোবর: আদালতের অর্ডারে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ।

২০২০ ডিসেম্বর: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া খারিজ হয়ে নতুনভাবে নিয়োগ শুরুর নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য

২০২১ জুন: উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২০২১ জুন: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ

২১ জুন: প্রকাশ হল ইন্টারভিউ লিস্ট

২৪ জুন: নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা

২ জুলাই: নিয়োগে স্থগিতাদেশ। নতুন করে স্বচ্ছ তালিকা প্রকাশের নির্দেশ

৮ জুলাই: প্রকাশিত হল নতুন তালিকা। নামের সঙ্গে রয়েছে নম্বর

৯ জুলাই: হাইকোর্টের নির্দেশে ফের শুরু নিয়োগ প্রক্রিয়া