Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: বড় মার্কিন সংস্থার হাতে চলে যাচ্ছে কলকাতার সাউথ সিটি মল, কে কিনছে জানেন?

Kolkata: খাস কলকাতার বুকে নির্মিত সাউথ সিটি মল কিনে নিতে চলেছে আমেরিকান বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন।

Kolkata: বড় মার্কিন সংস্থার হাতে চলে যাচ্ছে কলকাতার সাউথ সিটি মল, কে কিনছে জানেন?
Image Credit source: google map
Follow Us:
| Updated on: Mar 13, 2025 | 7:47 PM

কলকাতা: গত বছর বাইডেন শাসনকালে আমেরিকায় গিয়ে কলকাতার জন্য বড় বিনিয়োগের ঘোষণা করেছিলেন মোদী। সেমিকন্ডাক্টর কারখানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে সেই প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন তা এখনও জানা যায়নি।

কিন্তু তার আগেই কলকাতায় সম্ভবত টাকা ঢালছে আরও একটি বড় সংস্থা। নতুন হাতে যাবে সাউথ সিটি মল। আগামী দু’মাসের মধ্যেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, খাস কলকাতার বুকে নির্মিত সাউথ সিটি মল কিনে নিতে চলেছে আমেরিকান বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন।

কারা এই ব্ল্যাকস্টোন? কীই বা কাজ করে তারা?

১৯৮৫ সালে নিউ ইয়র্কের বুকে প্রতিষ্ঠিত হয় এই বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। পিটার পিটারসন ও স্টিফেন শোর্জম্যানের তরফে প্রতিষ্ঠা করা হয় এই সংস্থার। মূলত, দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ করেই উপার্জন করে থাকে এই আমেরিকান সংস্থা। আপাতত তাদের নজরে পড়েছে কলকাতার সাউথ সিটি মল।

২০০৮ সালে শহর কলকাতা ও ভিন রাজ্যের বেশ কিছু রিয়েল এস্টেট সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই সাউথ সিটি মল। বর্তমানে পূর্ব ভারতের সবচেয়ে বড় শপিং মলেরও খেতাব পেয়েছে এটি। যা কয়েক দশক কাটিয়ে এবার চলে যেতে পারে মার্কিন সংস্থার হাতে। তবে বাণিজ্য চুক্তি যে একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে, এমনটা নয়।

সূত্রের খবর, সাউথ সিটি মলের অংশীদারিদের সঙ্গে কথা বার্তা চলছে ব্ল্যাকস্টোন কর্তৃপক্ষের। বেশ কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েছে। সম্ভবত, আগামী দু’মাসের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জানা গিয়েছে, এই মল কিনতে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা ঢালতে চলেছে সেই মার্কিন বিনিয়োগকারী সংস্থা।