
কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের সমাধান সূত্র খুঁজতে আসরে দেশের অ্যাটর্নি জেনারেল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্করমনি। রাজ্যপালের পাশে বসে অ্যাটর্নি জেনারেল আর সেখানেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন উপাচার্যদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়। তিনি সরাসরি অ্যাটর্নি জেনারেলকে অভিযোগ করেন, “আমরা অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে কাজ করতে পারছি না। যা পরিস্থিতি হয়ে রয়েছে, নানাভাবে চাপ তৈরি হচ্ছে। যে মামলাগুলি ঝুলে রয়েছে এই সংক্রান্ত বিষয়ে তার শুনানি যেন দ্রুত করা হয়।” তিনি আরও বলেন, “এভাবে মামলা ঝুলে থাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনাও সমস্যা হচ্ছে। কাজের ক্ষেত্রে অত্যন্ত জটিলতা তৈরি হচ্ছে।”
প্রায় একই অভিযোগ করেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। তিনিও সরাসরি অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ করেন, “আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির মধ্যে থেকে আমাদের কাজ করতে হচ্ছে। যে কারণে কাজ করা হচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে।”
এই গোটা বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে সমাধান করার আবেদন জানান তাঁরা। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ‘ক্লোজড ডাউন’। যেমন দার্জিলিং বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাচ্ছে না। পাস করে ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। উপাচার্য সরাসরি অভিযোগ করেন, “কিছু গুন্ডা আমাদের ভয় দেখাচ্ছে। উপাচার্যের বাড়িতেও হামলা করছে। এটা কি সঠিক অবস্থা? আপনি কী মনে করেন?”
গোটা বিষয়টি শোনেন অ্যাটর্নি জেনারেল। তিনি এই বিষয়ে সঠিকভাবে কোনও উত্তর না দিলেও শুধু বলেছেন, “আপনাদের আবেগ তাড়িত হলে চলবে না। আমিও নিজের জায়গা থেকে আবেগতাড়িত হতে পারি না। এই সমস্যাটা সবাইকে বসে আলোচনা করে সমাধান করতে হবে।”
প্রসঙ্গত, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতে স্থায়ী উপাচার্য নেই। যার জেরে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। কিন্তু অস্থায়ী উপাচার্যদেরই নানারকম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ওঠে। উপাচার্য নিয়োগ জট এমন পরিস্থিতিতে পৌঁছয় যে রাজভবনের সঙ্গে নবান্নের দ্বন্দ্ব বারংবার প্রকাশ্যে চলে আসে। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষার পরিকাঠামো সুমসৃণ করতে আসরে নামেন অ্যাটর্নি জেনারেল।