Vidyasagar Setu: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা পেরতে কোন রাস্তা ধরবেন?

Vidyasagar Setu repairing: হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ফলে রবিবার সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোডে যানজট হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, হাওড়ার দিক থেকে যেসব যানবাহন কলকাতায় আসার জন্য দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে, সেই যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ কিংবা নিবেদিতা সেতু ব্যবহারের আবেদন জানানো হয়েছে।

Vidyasagar Setu: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা পেরতে কোন রাস্তা ধরবেন?
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 08, 2025 | 11:03 AM

কলকাতা: হাওড়ার দিকে থেকে কলকাতা আসা। কিংবা কলকাতার দিক থেকে হাওড়া যাওয়া। যানবাহন পেরনোর অন্যতম ভরসা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেই হুগলি সেতুই রবিবার (৯ নভেম্বর) ১৬ ঘণ্টা বন্ধ থাকছে। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে কোনও যানবাহন চলবে না। সংস্কারের কাজের জন্যই দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল ১৬ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ওই সময় বিভিন্ন রুটের যানবাহনগুলি হাওড়া সেতু দিয়ে যাতায়াত করবে। কোন রুটের যানবাহনকে কোথা দিয়ে হাওড়া সেতুতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে, তাও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

গত রবিবারও সংস্কারের কাজের জন্য ৮ ঘণ্টা বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। এবারও সেই সংস্কারের কাজের জন্যই বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসুরক্ষার স্বার্থে দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের কাজ হচ্ছে। সেজন্য ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। এই সময়ে কোন রুটের যানবাহন কোথা গিয়ে ঘুরিয়ে হাওড়া ব্রিজের দিকে নিয়ে যাওয়া হবে, তা জানিয়েছে কলকাতা পুলিশ।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যেসব যানবাহনের দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার কথা ছিল, সেই যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোডে নিয়ে যাওয়া হবে। তারপর স্ট্রান্ড রোড হয়েছে হাওড়া ব্রিজে উঠবে।

এজেসি বোস রোড ধরে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুতে ওঠে, সেই যানবাহনগুলিকে গ্রেড রোড থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর সেন্ট জর্জেস গেট রোড, স্ট্রান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে। কিংবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে বাঁক নিয়ে কেপি রোডের দিকে নিয়ে যাওয়া হবে।

হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ফলে রবিবার সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোডে যানজট হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, হাওড়ার দিক থেকে যেসব যানবাহন কলকাতায় আসার জন্য দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে, সেই যানবাহনগুলিকে হাওড়া ব্রিজ কিংবা নিবেদিতা সেতু ব্যবহারের আবেদন জানানো হয়েছে।