Second Hooghly Bridge: বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, খোলা থাকছে বিকল্প কোন কোন রাস্তা
Vidyasagar Setu: কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ফের একবার স্তব্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু। এমনটাই বলছে হাওড়া সিটি পুলিশ। এদিকে কলকাতায় ঢোকার ক্ষেত্রে হাওড়া, হুগলি তো বটেই আশপাশের অনেক জেলারই অন্যতম প্রধান ভরসার রুট এই দ্বিতীয় হুগলি সেতু।

হাওড়া ও হুগলি: আবার বন্ধ। ফের মেরামতির কারণে বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। রবিবার সকাল ৬টা থেকে আর ঢুকছে না গাড়ি। বন্ধ থাকছে দুপুর ২টো পর্যন্ত। মোট ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে সায়েন্স সিটি হোক মা মা উড়াল ঢোকার মুখে নানা প্রান্তেই কলকাতা পুলিশের পক্ষ থেকে হোর্ডিং লাগিয়ে নিত্যযাত্রীদের বিকল্প পথ ধরার কথা বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ফের একবার স্তব্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু। এমনটাই বলছে হাওড়া সিটি পুলিশ। এদিকে কলকাতায় ঢোকার ক্ষেত্রে হাওড়া, হুগলি তো বটেই আশপাশের অনেক জেলারই অন্যতম প্রধান ভরসার রুট এই দ্বিতীয় হুগলি সেতু। ফলে এই রাস্তা বন্ধ হলে হাওড়া ব্রিজের উপর চাপ যে অনেকটাই বেড়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। তবে রবিবার অফিস ছুটির দিন কাজ হওয়ায় সেই চাপ কিছুটা কম হবে বলেই মনে করছে পুলিশ।
যে ৮ ঘণ্টা ব্রিজ বন্ধ থাকছে সেই সময় কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য ধরতে হবে হাওড়া ব্রিজ। তারপর প্রয়োজন মতো নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে। কলকাতার দিক থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে ঘুরিয়ে দেওয়া বচ্ছে। একইসঙ্গে চাপ কিছুটা থাকবে শৈলেন মান্না সরণির পাশাপাশি হাওড়া আমতা রোডের উপরেও। চাপ থাকবে বালি ব্রিজের উপরেও।
