AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: 'ইচ্ছাকৃত গাফিলতি' মিললেই FIR, BLO-দের সতর্ক করল কমিশন

SIR in Bengal: ‘ইচ্ছাকৃত গাফিলতি’ মিললেই FIR, BLO-দের সতর্ক করল কমিশন

Shrabanti Saha

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Dec 05, 2025 | 12:37 PM

Share

West Bengal SIR News: রাজ্যের বিএলওদের কমিশন মনে করিয়ে দিয়েছে, তাঁরা ভাল কাজ করছেন। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। এরপর যদি কোনও উদ্দেশ্যেপ্রণোদিত গাফিলতি পাওয়া যায়,তা হলেই করা হবে কড়া পদক্ষেপ।

কলকাতা: এই সতর্কতা আজকের নয়। দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের দ্বিতীয় পর্যায় শুরুর আগেই প্রয়োজনে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কমিশন। গোটা দেশজুড়েই যখন বিএলও-দের নিয়ে বাড়ছে যাতনা। সেই সময় আবারও সেই সতর্কতার কথাই স্মরণ করিয়ে দিল কমিশন। সূত্রের খবর, সব রাজ্যেই বিএলও-দের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। প্রয়োজন পড়লে আবার করতে প্রস্তুত কমিশন।

রাজ্যের বিএলওদের কমিশন মনে করিয়ে দিয়েছে, তাঁরা ভাল কাজ করছেন। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। এরপর যদি কোনও উদ্দেশ্যেপ্রণোদিত গাফিলতি পাওয়া যায়,তা হলেই করা হবে কড়া পদক্ষেপ।

Published on: Dec 05, 2025 12:34 PM