Mamata Benerjee: ‘সব তথ্য সত্য নয়’, টেলিভিশন চ্যানেল ‘বেশি’ না দেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2022 | 12:29 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু। পাশাপাশি দার্জিলিং থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকেন জিটিএ-র সদস্যরা।

Mamata Benerjee: সব তথ্য সত্য নয়, টেলিভিশন চ্যানেল বেশি না দেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
পড়ুয়াদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী

Follow Us

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিশু দিবস উপলক্ষে দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব কেনার অর্থ দেবেন তিনি। এ দিন, মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু। পাশাপাশি দার্জিলিং থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকেন জিটিএ-র সদস্যরা।

  1.  পড়ুয়াদের মমতা বলেন, ‘লোভ করতে যেও না। আজ আছি কাল নেই। লোভ করে কী হবে। নিজে দাঁড়িয়ে বলবেন আমার দাম কোটি-কোটি টাকা থেকে বেশি।মনুষত্বের দামের বিকল্প হয় না।’
  2. নেতাজি ইন্ডোর থেকে মমতা বলেন, ‘আগে স্কুল কলেজে কম নম্বর দিত। আমাদের সময় হাত থেকে নম্বর গলত না। আর এখন কেউ ৮৮ কেউ ৯৯ পাচ্ছে। আমি ক্ষমতায় আসার পর বললাম সিবিএসসি-আইসিএসসি তে ছেলেমেয়েরা অনেক নম্বর পায়। সেই প্রতিযোগীতায় বেশি নম্বর না দিলে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে। সেই জন্য বললাম বাড়িয়ে দাও নম্বর। যাতে তাঁরা সারা বিশ্বে নজর কাড়তে পারে।’
  3. মমতা বলেন, ‘আমাদের শিক্ষকরা ভাল পড়ান। ছাত্র-ছাত্রী ভাল তৈরি করেন। তাই স্মার্ট ফোন নিয়ে সারা পৃথিবী খুঁজবেন। আপনার যা চাই সব তথ্য পেয়ে যাবে। একটা জায়গা থেকে তথ্য নেবেন না। ক্রসচেক করবেন। কোনও ফেক-ভেক টিউব নয়, যে সত্য তথ্য দেবে তাঁকে ভরসা করবেন।’
  4. বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বাংলায় খেয়ে, বাংলায় পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না। আমার বয়েই গেছে টাকা নিতে। বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মসম্মান রয়েছে। এটা ছিনিয়ে নিতে দেব না।’
  5. মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘নিজের বুদ্ধি ব্যবহার করুন। টিআরপি বাড়াতে ভেজাল খবর দেখায়। সব তথ্য সত্য নয়। আমাদের ব্রেনে অনেক কোষ আছে।  খারাপ চিন্তা হলে তা খারাপ হয়ে যায়। তাই কোষ ভাল রাখতে ভাল কথা চিন্তা করতে হবে বলেও জানান মমতা।’
  6. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাজ করতে গেলে ভুল হয়। ভুল হলে শুধরে নিতে হবে। আইন-আইনের পথে চলবে। টেলিভিসন চ্যানেল বেশি দেখবেন না। তৃণমূলের বিরুদ্ধে সারাক্ষণ ওরা বলে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম একটা আরশোলা বের হলেও বলত  ‘আরশালা’ বেরিয়েছে। আর এখন বিছানাও নোংরা। ভাল করে দেয় না। সেটা কতবার দেখাও?’
  7. এরপর মুখমন্ত্রী বলেন, ‘২০১১ থেকে ২০২২ এর মধ্যে ৩০টি বিশ্ব বিদ্যালয় করেছি। আমরা আইএস-আইপিএস ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ৫১টি নতুন কলেজ, ৭ হাজার নতুন স্কুল, ২ লক্ষের বেশি শ্রেণিকক্ষ তৈরি হয়েছে, সাঁওতালি মিডিয়াম তৈরি হয়েছে, ৮০ লক্ষের বেশি কন্যাশ্রী পেয়েছেন, ১ কোটির বেশি ছেলে সবুজ সাথীর সাইকেল পেয়েছেন।’
  8. মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারতেন না , পড়াশোনায় অসুবিধা হত, তখনই আমি সিদ্ধান্ত নিই যাতে ওরা অনলাইনে পড়াশোনা করতে পারে। ১৭ লক্ষ ছেলেমেয়ে টাকা পেয়েছেন ইতিমধ্যে। আজকে বাড়ি গিয়েই দেখবেন ১০ লক্ষ ছেলেমেয়ের ব্যাঙ্কে টাকা ঢুকে গিয়েছে।’
  9. এরপর অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নব নির্মিত ভবন রুপান্ন উদঘাটন করেন।
  10. প্রথমে মঞ্চে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা-ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।

 

 

Next Article