
কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে জমেছে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিড়। সোমবার সকাল থেকেই এলাকাজুড়ে পড়েছে পোস্টারও। কোনও পোস্টারে মুখ হয়েছেন ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও পোস্টারে আবার রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা ঘিরে জমজমাট রাজনীতি।
সোমবার বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সকাল সকাল সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় প্র্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বিকেলে বিবেকানন্দের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। ইতিমধ্য়েই তাঁকে স্বাগত জানাতে পড়েছে পোস্টারও। তাতে লেখা, ‘স্বাগতম যুবরাজ’।
এদিন বিবেকানন্দের মূর্তির পাদদেশে মালা দিয়ে সেই ‘যুবরাজ’ তকমাকেই নিজের হাতিয়ার করেন সুকান্ত। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ‘সেনাপতি’কে রাজপরিবারের অংশ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘যুবরাজ আসবেন, তিনি বাংলার রাজপরিবারের অংশ। আমাদের তাতে কী করার রয়েছে? আমরা প্রজা। আমি তো তাই আগে গিয়ে মালাটা দিলাম। স্বামীজি অন্তত একটা সৎ লোকের হাতে আগে মালাটা পাক। না হলে এই চোরেরা মালা পরাবে, সেটা দেখতে খুব খারাপ লাগে। কয়লা পাচার, গরু পাচার নাম জড়িয়ে রয়েছে, এরা নাকি মালা পরাবে।’
সোমবার সকালে সিমলা স্ট্রিটে উপস্থিত ছিলেন রাজ্য়ের নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা। ‘যুবরাজ’ পোস্টার বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তবে তাতে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী। শশী পাঁজার মতে, ‘এখানে বিজেপির এই সব প্রসঙ্গ নিয়ে আলোচনার প্রয়োজন নেই।’ এমনকি, সুকান্তর কটাক্ষকে ‘গুরুত্বহীন’ এবং ‘ঔদ্ধত্যের প্রতীক’ বলেই অভিহীত করেছেন রাজ্যের মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, শুধুই অভিষেক বন্দ্য়োপাধ্যায় নয়। সোমে সিমলা স্ট্রিটে পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীকে নিয়েও। দেখা গিয়েছে, বিবেকানন্দের বাড়ির সামনের অংশ পুরোটাই তৃণমূলের পোস্টার। তাতেই স্বাগত জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর বাড়ি থেকে কিছুটা দূরে পড়েছে শুভেন্দু অধিকারীর পোস্টার। তাতে লেখা, ‘গর্ব করে বল, আমি হিন্দু’। অবশ্য, এই পোস্টার কিন্তু বিজেপি লাগায়নি। আয়োজক হিসাবে লেখা রয়েছে, শুভেন্দুর আইটি সেলের নাম।