Waqf Unrest: ‘ওয়াকফ আইন বাংলায় কার্যকর হবে না’, ‘অর্ধম’ না করার বার্তা মমতার
Waqf Unrest: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলছেন, পুলিশকে হালকাভাবে নেবেন না। কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সদা তৎপর রয়েছে পুলিশ। এরইমধ্যে এবার শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট।

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। ব্যাপক অশান্তির ছবি দেখা যাচ্ছে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকাগুলিতে। অন্যদিকে অশান্তির ছবি দেখা যাচ্ছে জঙ্গিপুর, আমতলা, চাঁপদানিতেও। তছনছ করা হয়েছে রেলের সম্পত্তি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যদিও বলছেন, পুলিশকে হালকাভাবে নেবেন না। কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সদা তৎপর রয়েছে পুলিশ। এরইমধ্যে এবার শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট।
মমতার সাফ কথা, “কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।” তিনি আরও লিখছেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।”
এরপরই কেন্দ্রের কোর্টে বল ঠেলে মমতা লিখছেন, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।” মমতার স্পষ্ট কথা, “আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না।” প্রসঙ্গত, এদিনই আবার সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও কড়া বার্তা দিয়েছেন। বলছেন, “আমাদের ইমোশনের সঙ্গে খেলবেন না, আমরা পরিস্থিতি স্ট্রং হাতে ডিল করছি। গুজব থেকে থেকে সতর্ক থাকুন। এখন যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সময়।”
সবার কাছে আবেদন
সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
মনে রাখবেন, যে…
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2025





