
কলকাতা: গত শনিবার যুবভারতীর মাঠে ধুন্ধুমার-কাণ্ড। আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির উপস্থিতিতে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় যুভারতীর মাঠে। অভিযোগ ওঠে, মেসি যখন মাঠ পরিদর্শন করছিলেন, সেই সময় দর্শকাসন থেকে বোতল ছোড়া হয়। ঘটনার পর থেকে রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। গ্রেফতার হয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রশ্ন উঠেছে সেদিনের ঘটনা নিয়ে। কারা ভাঙচুর করল? কোথা থেকে এল বোতল?
ঘটনার দিন মেসি মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ দর্শকেরা যখন বেরিয়ে আসেন, তখন তাঁদের মুখে শোনা যায়, ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি হয়েছে। এ কথা বলে ক্ষোভ উগরে দেন দর্শকেরা। কিন্তু সেদিনের অনুষ্ঠানের জন্য যে নির্দেশিকা ছিল, সেখানেই স্পষ্ট উল্লেখ ছিল জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।
গ্যালারির ভেতর কাকেই বা দেওয়া হয়েছিল জলের বোতল বিক্রির বরাত? পুরো বিষয়টা তদন্তসাপেক্ষ। যুবভারতীর রুলস অ্যান্ড রেগুলেশন ডিসপ্লে বোর্ডে পরিষ্কারভাবে লেখা কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা। সেই তালিকায় পাথর, বোতল, ছুরি, কাচের জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না।
এদিকে, যুবভারতী-কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে পরপর তিনটি জনস্বার্থ মামলা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি। আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন।