জলযন্ত্রণায় মহানগরের কাঁটা বেহাল খাল, দ্রুত সংস্কারের পথে হাঁটবে রাজ্য

কলকাতায় এমন বহু জায়গা রয়েছে, যেখানে সামান্য বৃষ্টিতেও জল জমে (Water Logging) যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা।

জলযন্ত্রণায় মহানগরের কাঁটা বেহাল খাল, দ্রুত সংস্কারের পথে হাঁটবে রাজ্য
কলকাতায় জল-যন্ত্রণা
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 7:14 AM

কলকাতা: শহরের গুরুত্বপূর্ণ আটটি খাল সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবারই শহরের খালগুলি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কলকাতা পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। সেই বৈঠকে ছিলেন সেচ দফতরের প্রধান সচিব, পুর ও নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব, পুরসভার কমিশনার। সেখানেই সিদ্ধান্ত হয়েছে কলকাতায় জল যন্ত্রণার মোকাবিলায় আটটি গুরুত্বপূর্ণ খালের সংস্কার করা হবে।

কলকাতায় এমন বহু জায়গা রয়েছে, যেখানে সামান্য বৃষ্টিতেও জল জমে যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। পুরসভার পর্যবেক্ষণ, এ ভাবে জল দাঁড়িয়ে থাকার অন্যতম কারণ শহরের খালগুলির নাব্যতা। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, শিয়ালদহ, খিদিরপুর, বেহালার একটা বড় অংশে এই পরিস্থিতি হয়। তাই শহরের গুরুত্বপূর্ণ আটটি খাল সংস্কার করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: কলকাতা স্টক এক্সচেঞ্জও বন্ধের পরিকল্পনা? কেন্দ্রীয় মন্ত্রীকে অমিত মিত্রের চিঠিতে উঠে এল ইঙ্গিত

রাজ্য সরকার এই সংস্কারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় আর্থিক অনুমোদন দেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দক্ষিণ কলকাতার নিকাশি ব্যবস্থার অন্যতম ভরসা সন্তোষপুরের মণি খাল ও ইএম বাইপাসের কেপিটি খাল পরিদর্শনে যাবেন কলকাতা পুরসভা ও সেচ দফতরের আধিকারিকদের একটি দল। শুক্রবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাল সংস্কার এ বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।