কলকাতা: ৪ মার্চ শেষ হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। তারপর থেকে প্রায় আড়াই মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result)। ১৯ মে সকাল ১০টার সময় মধ্য শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তারপর দুপুর ১২ টা থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওই দিনই দুপুর ১২ টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে, তাও জানিয়ে দিয়েছে পর্ষদ।
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। এর পাশাপাশি wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.fastresult.in – এই ওয়েবসাইটগুলিতেও পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। এর পাশাপাশি Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result এবং Fast Result অ্যাপ থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। এই অ্যাপগুলি গুগলের প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়।
এর পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা হল পড়ুয়াদের শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষা। সেক্ষেত্রে ফলপ্রকাশের দিন সকাল থেকেই পড়ুয়াদের মধ্যে টেনশন থাকে চরমে। সেই সময়ে টেনশনের মধ্যে কোথায় রেজাল্ট দেখা যাবে, তা নিয়েও চিন্তা থাকে পরীক্ষার্থীদের। সেই কারণে এবার পর্ষদের তরফে তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হল কোথায় কোথায় দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেছে পর্ষদ, যেখানে পরীক্ষার্থীরা মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন।
উল্লেখ্য, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন, মে মাসে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার টার্গেটের কথা। গতকাল ব্রাত্য বসুর মন্তব্য থেকে আরও স্পষ্ট হয়েছিল সেই বার্তা। বলেছিলেন, দিন দশেকের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট।