WB Fire Department Recruitment: রাজ্য সরকারে শীঘ্রই প্রচুর কর্মী নিয়োগ, বিধানসভায় জানালেন মন্ত্রী সুজিত বসু

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 14, 2022 | 12:49 PM

West Bengal Government: বিধানসভার অধিবেশন চলাকালীন মন্ত্রীর এই ঘোষণা আগামী দিনে বাস্তবায়িত হয় কি না, এটাই এখন দেখার। 

WB Fire Department Recruitment: রাজ্য সরকারে শীঘ্রই প্রচুর কর্মী নিয়োগ, বিধানসভায় জানালেন মন্ত্রী সুজিত বসু
ছবি: সংগৃহীত

Follow Us

কলকাতা: করোনা অতিমারির সময়ে চাকরি প্রার্থীদের একটা বড় অংশের অভিযোগ ছিল যে, সরকারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। এমনকী বিভিন্ন সরকারি পদে কর্মী নিয়োগের পরীক্ষাও স্থগিত করে রাখা হয়েছিল। করোনা সংক্রমণ (Corona Pandemic) কমার সঙ্গে সঙ্গে স্থগিত পরীক্ষাগুলি নিতে শুরু করেছিল সরকার। এমনকী ধীরে ধীরে বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। কর্মসংস্থানের এই আকালের সময় রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই রাজ্য সরকারের ১৫০০ কর্মী নিয়োগ করা হবে। দমকল বিভাগেই (Fire And Emergency Services) হবে এই কর্মী নিয়োগ। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি সত্যিই এই নিয়োগ হয়, তবে তা নিঃসন্দেহে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর।

বিধানসভার অধিবেশন চলাকালীন এদিন মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই দমকল বিভাগে ১৫০০ কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সুজিত বসু বলেন, “সত্যিই আমাদের লোক কম। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রেও অনেক অসুবিধা হয়। ইতিমধ্যেই ১৫০০ কর্মী নেওয়ার পরীক্ষা হয়েছিল, কিন্তু আদালতে মামলা হওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি মামলার রায় বেরিয়েছে, এবং সরকার সেই মামলায় জিতেছে। তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দমকল বিভাগ আরও বেশি প্রশিক্ষিত কর্মী পাবে।” বিধানসভার অধিবেশন চলাকালীন মন্ত্রীর এই ঘোষণা আগামী দিনে বাস্তবায়িত হয় কি না, এটাই এখন দেখার।

Next Article