WB Govt: এক মাস পর ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার

State Govt: পরিস্থিতি শান্ত হলেও ছুটি বাতিলের নির্দেশিকা তুলে নেওয়া হয়নি। আগে থেকে যাঁদের ছুটি নেওয়া ছিল, তাঁদেরও ছুটি বাতিল হয়ে যায়।

WB Govt: এক মাস পর ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার
নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 04, 2025 | 5:44 PM

কলকাতা: প্রায় এক মাস পর ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য সরকার। গত ৭ মে রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আপাতত কোনও ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা। গত মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, সেই কারণেই ছুটি বাতিল করা হয়েছিল।

নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্জুর হওয়া ছুটি বাতিল করা হয়। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ছুটি আওতার বাইরে রাখা হয়। নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পিকে মিশ্রর সই করা নির্দেশিকায় বলা হয়, “জনস্বার্থে এবং সরকারি পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই আদেশ জারি করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।”

পরে পরিস্থিতি শান্ত হলেও ছুটি বাতিলের নির্দেশিকা তুলে নেওয়া হয়নি। আগে থেকে যাঁদের ছুটি নেওয়া ছিল, তাঁদেরও ছুটি বাতিল হয়ে যায়। নবান্নের নির্দেশিকার পর কলকাতা পুরসভার ছুটিও বাতিল করে দেওয়া হয়েছিল। অবশেষে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। অর্থাৎ এবার থেকে স্বাভাবিক নিয়মে ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা।

উল্লেখ্য, বছর দশেক আগে সারা চাকরিজীবনে একবার এলটিসি পেতেন সরকারি কর্মীরা। ২০১৫ সালে অর্ডার বের হয় যে রাজ্যের মধ্যে ঘোরার ক্ষেত্রে ৫ বছর অন্তর এই সুবিধা পাওয়া যাবে। আর দেশে ঘোরার ক্ষেত্রে ১০ বছর অন্তর মিলবে এই সুবিধা। সেই মতো এ বছর হচ্ছে রাজ্যের বাইরে ঘোরার ক্ষেত্রে সেই সুবিধা নেওয়ার বছর।

রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আশঙ্কা ছিল, ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার না হ‌লে সেই সুবিধা পাওয়া যাবে কি না। সেই আশঙ্কার অবসান ঘটল।