প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। করোনা কালে এই প্রথম পরীক্ষা ছাড়াই হচ্ছে মাধ্যমিকের মূল্যায়ন। একশো শতাংশ পরীক্ষার্থীই এবার পাশ করেছে।
নম্বরে খুশি না পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে।
এবছর মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন পেয়েছে ৬৯৭। নম্বরে খুশি না হলে ফের পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা।
১০লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি। এ বছর পাশের হার ১০০ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৬৯৭।
ফল জানা যাবে, www.indiaresults.com, www.wbbse.gov.in, www.jagranjosh.com- এই ওয়েবসাইটগুলিতে।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ। ১০ টা থেকে জানা যাবে ওয়েবসাইটে। মাধ্যমিকের ফল জানা যাবে একাধিক ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।
রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।
মেধাতালিকা ছাড়াই এবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এবারে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশিত হচ্ছে না।