
কলকাতা: রাজ্যে সার্বিকভাবে বাড়ল পাশের হার। তথ্য উল্লেখ করে এদিন জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। সকাল ঠিক ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে পর্ষদ। জানানো হয়েছে, এদিন সকাল ১০টা থেকেই স্কুলে স্কুলে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। এবার সেই হার বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। অর্থাৎ ওই জেলার সবথেকে বেশি পড়ুয়া এবার পাশ করেছে। এই জেলার ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।
গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা দিয়েছে ৯৬৯৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার বেশি পরীক্ষার্থী ছিলল এবার। ৪৯৩ জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে।
মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রথম স্থানেই রয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র। ১ থেকে ১০ -এর মধ্যে অর্থাৎ মাধ্যমিকের মেধাতালিকায় এবার রয়েছে ৬৬ জন।