পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের জের, সংসদ সভাপতি মহুয়া দাসকে তলব নবান্নে

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 24, 2021 | 10:18 PM

WBCHSE: শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে নবান্নে তলব করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের জের, সংসদ সভাপতি মহুয়া দাসকে তলব নবান্নে
নবান্নে ডেকে পাঠান হল মহুয়াকে

Follow Us

কলকাতা: উচ্চ মাধ্যমিকে ফলপ্রকাশের পর থেকেই জেলায় জেলায় পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়েছে। পরীক্ষা না নিয়েই কীভাবে ফেল করানো হল? এই প্রশ্ন তুলে খোদ সংসদের বাইরে, এবং প্রত্যেক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। লাগাতার গণ্ডগোলের জেরে এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে নবান্নে তলব করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, শনিবার নবান্নে ডাক পেয়েই ছোটেন মহুয়া। সেখানে এক উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে বলে খবর নবান্ন সূত্রে। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈন।

সূত্রের খবর, রাজ্যের শিক্ষাসচিব সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়ে দিয়েছেন, পড়ুয়াদের যে কোনও ধরনের অসন্তোষ যেন সংসদে জানানো হয়। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের ছাত্রছাত্রীদের বিষয়টি গুরুত্ব এবং সহানুভূতি দিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের বিক্ষোভের কারণে যাতে কোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। বৈঠক একবার শেষ হলে তবেই জানা যাবে কী সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে।

অন্যদিকে, গতকাল যে সমস্ত স্কুলে সমস্যা হয়েছে তার প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন সংসদ সভাপতি। ছাত্রছাত্রীদের যা অভিযোগ রয়েছে তা যথাযথভাবে জানাতে বলা হয়েছে। পুনরায় সেগুলি খতিয়ে দেখা হবে। ত্রুটি থাকলে সংশোধন করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে সংসদ সূত্রে খবর। যদিও শুক্রবারের পর শনিবারও অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ জারি ছিল জেলায় জেলায়। পরীক্ষা না নিয়েই ফেল করিয়ে দেওয়ার অভিযোগে সংসদের সামনে রাস্তায় বসেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তবে আজকের বৈঠকের পর নতুন কোনও সিদ্ধান্ত সংসদ সভাপতি নেন কি না, সেদিকে নজর থাকবে সকলের। আরও পড়ুন: এরকম সুযোগ আর কেউ দেবে না, মোদী সরকারের দুর্নীতি তুলে ধরব: জহর সরকার

Next Article