WBJEE 2021 Result: শুক্রবারই জয়েন্টের ফলপ্রকাশ, কী ভাবে ফলাফল দেখবেন, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 05, 2021 | 6:52 PM

কোভিড কাঁটা কাটিয়ে গত ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল বাংলায়।

WBJEE 2021 Result: শুক্রবারই জয়েন্টের ফলপ্রকাশ, কী ভাবে ফলাফল দেখবেন, জেনে নিন
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হচ্ছে শুক্রবার। পরীক্ষার ঠিক ১৯ দিনের মাথায় এবার প্রকাশিত হচ্ছে। বেলা আড়াইটেয় ফল ঘোষণা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর সাড়ে ৩টের পর ওয়েবসাইটে দেখা যাবে ফল। www.wbjeeb.nic.inwww.wbjeeb.in ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

কোভিড কাঁটা কাটিয়ে গত ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল বাংলায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রথম পরীক্ষাকেন্দ্রে বসে খাতায় কলমে পরীক্ষা দেন পড়ুয়ারা। ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী ছিলেন এবার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাড়ানো হয়েছিল পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ করা হয়। সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়। সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিং পর্বও শেষ হওয়ার কথা।

প্রথমে কথা ছিল ১১ জুলাই রাজ্য জয়েন্টের প্রবেশিকা হবে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তাতে পরিবর্তন আসে। তবে প্রথম থেকেই বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা যেদিনই হোক না কেন পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ, সব মিলিয়ে গোটা পর্ব অগস্টেই শেষ করা হবে। সেই মতোই এবার ১৯ দিনের মাথায় শুক্রবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশের দিন ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড। আরও পড়ুন: বেঁধে দেওয়া চার্ট মানতে হবে, কোভিডকালে বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ নিয়ে অনড় স্বাস্থ্য কমিশন

Next Article