WBJEE Result: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে? জানতে চাইল আদালত

WBJEE Result: রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখন ফলাফল না প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় এই নির্দেশ।

WBJEE Result:  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে? জানতে চাইল আদালত
কবে জয়েন্ট এন্ট্রাসের ফল?Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2025 | 4:55 PM

কলকাতা:  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে? এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ আগস্টের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ।
রাজ্য এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এপ্রিল মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখন ফলাফল না প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় এই নির্দেশ।

দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা হয়ে গিয়েছে। তারপরও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন লক্ষাধিক পড়ুয়া-অভিভাবক। এর আগে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের চেয়ারম্যান  সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “জুন মাসের ৫ তারিখই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরেছে বোর্ড। কিন্তু আদালতে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।” যদিও সোমবারই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কাজেই বেশির ভাগ রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। বাধ্য হয়েই তাঁদের অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে হচ্ছে।